National

ফুলন দেবীর ৫০ হাজার মূর্তি বিলি করবে ভিআইপি

তিনি ডাকাতরানি হিসাবেই পরিচিত ছিলেন। পরবর্তীকালে রাজনীতিতেও পা দেন ফুলন দেবী। এবার তাঁর ৫০ হাজার মূর্তি বিলি করার সিদ্ধান্ত নিল ভিআইপি।

ভারতে খুব কম মানুষই রয়েছেন যিনি ফুলন দেবীর নাম শোনেননি। তাঁর পরিচিতি তিনি ছিলেন ডাকাত। পরবর্তীকালে অবশ্য সমাজবাদী পার্টিতে যোগ দেন। ভোটেও জেতেন। সংসদেও যান সাংসদ হিসাবে।

সেই দুর্ধর্ষ প্রতাপের ফুলন দেবীর একটি মূর্তি বারাণসীতে বসাতে যান বিকাশশীল ইনসান পার্টি বা ভিআইপি-র প্রধান মুকেশ সাহানি। কিন্তু তাঁকে বিমানবন্দরেই আটকে দেওয়া হয়। এমনকি তিনি যেখানে যেখানে ফুলন দেবীর মূর্তি প্রতিষ্ঠার চেষ্টা করেছেন সেখানেই তা বন্ধ করেছে সরকার।


কিন্তু কেন ফুলন দেবীর মূর্তি? মুকেশ সাহানির মতে ফুলন দেবী ছিলেন নারী শক্তি বিকাশের এক অন্যতম উদাহরণ। যিনি চিরকাল নারী শক্তির বিকাশের লক্ষ্যে লড়াই করেছেন। নারীর সম্মানের জন্য লড়াই করেছেন।

তাঁর দল চাইছে ফুলন দেবীর আদর্শ উত্তরপ্রদেশের প্রতিটি ঘরে পৌঁছে দিতে। ফুলন দেবীর মূর্তি বসানোয় সরকার বাধা দিতে পারে। কিন্তু ফুলন দেবীর আদর্শ মানুষের মন থেকে মুছে ফেলা যাবে না বলে দাবি করেছেন সাহানি।


তিনি আরও জানান, মূর্তি বসাতে না দিলেও তাঁরা রাজ্য জুড়ে ফুলন দেবীর ৫০ হাজার মূর্তি, ৫ লক্ষ পেনডেন্ট ও ১০ লক্ষ ক্যালেন্ডার বিতরণ করবেন।

ফুলন দেবীকে সামনে রেখেই যে রাজনীতিতে ভিআইপি তার অবস্থান ধরে রাখতে চাইছে তা মেনে নিচ্ছেন সকলেই।

২০২২ সালে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে ১৬৫টি আসনে ভিআইপি প্রার্থী দেবে বলেও জানিয়েছেন মুকেশ সাহানি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button