একদিনের স্বস্তি শেষ, লাফিয়ে বাড়ল দৈনিক সংক্রমণ, বাড়ল মৃত্যুও
দেশে দৈনিক সংক্রমণ এক ধাক্কায় কমে ৫ মাসে সর্বনিম্ন জায়গায় পৌঁছেছিল আগের দিন। এদিন তা ফিরে গেল ফের নিজের জায়গায়। বাড়ল মৃত্যুও।
স্বস্তি বাড়িয়ে আগের দিন এক ধাক্কায় অনেক নেমেছিল দৈনিক সংক্রমণ। কিন্তু ওই একদিনের স্বস্তি। ফের এদিন দেশে দৈনিক সংক্রমণ লাফিয়ে বাড়ল।
দেশে দৈনিক সংক্রমণ বেশ কিছুদিন ধরেই ৩৫ হাজার থেকে ৪৫ হাজারের মধ্যেই ঘোরাফেরা করছিল। সেখানেই ফিরেছে সংক্রমণ সংখ্যা।
এদিন দেশে করোনা সংক্রমিত হয়েছেন ৩৮ হাজার ৩৫৩ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২০ লক্ষ ৩৬ হাজার ৫১১ জন।
এদিন ১৭ লক্ষ ৭৭ হাজার ৯৬২টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। আগের দিনের চেয়ে প্রায় আড়াই লক্ষ বেশি হয়েছে নমুনা পরীক্ষা।
এদিন বেড়েছে মৃত্যু সংখ্যাও। গত একদিনে মৃত্যু হয়েছে ৪৯৫ জনের। দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ২৯ হাজার ১৭৯ জন। দেশে মৃত্যুর হার দাঁড়িয়ে আছে ১.৩৪ শতাংশে।
মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ১৩৭ জনের। কেরালায় মৃত্যু হয়েছে ১৫২ জনের। মহারাষ্ট্র ও কেরালা ছাড়া এমন কোনও রাজ্য দেশে নেই যেখানে ৩ অঙ্কে রয়েছে একদিনে মৃত্যু সংখ্যা।
দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা এদিন আরও কমেছে। এদিন কমেছে ২ হাজার ১৫৭ জন। দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৮৬ হাজার ৩৫১ জন। দেশে অ্যাকটিভ রোগীর হার দাঁড়িয়েছে ১.২১ শতাংশে।
এদিকে দেশে সংক্রমিতের চেয়ে এদিন সুস্থ হয়ে হয়ে ওঠা মানুষের সংখ্যা বেশি হয়েছে। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৪০ হাজার ১৩ জন। দেশে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১২ লক্ষ ২০ হাজার ৯৮১ জন। সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৭.৪৫ শতাংশ। — ভারত সরকারের দৈনিক আপডেটের সাহায্য নিয়ে লেখা