দেহে ৫টি কিডনি, পঞ্চম কিডনি বাসানোর জায়গা পেতে হিমসিম চিকিৎসকেরা
শরীরে ৫টি কিডনি নিয়ে সুস্থ আছেন এক ৪১ বছরের ব্যক্তি। বিরলতম অস্ত্রোপচারে সাফল্যের পাশাপাশি একটি দেহে ৫টি কিডনি প্রতিস্থাপনও ছিল একটা চ্যালেঞ্জ।
একের পর এক অস্ত্রোপচার হয়েছে তাঁর শরীরে। ৩ বার হয়েছে রেনাল ট্রান্সপ্লান্ট সার্জারি। তাঁর ২টি কিডনিই বিকল হয়ে গিয়েছিল। ২ বার ব্যর্থও হয়েছে অস্ত্রোপচার। তবে চিকিৎসকেরা হাল ছাড়েননি।
তাঁর রেনাল ট্রান্সপ্লান্ট সার্জারি করে প্রথমে ২টি কিডনি প্রতিস্থাপন করা হয়েছিল। কিন্তু আগের ২টি কিডনি বার করা সম্ভব হয়নি। কারণ ছিল রোগীর অতিরিক্ত পরিমাণ রক্তক্ষরণ।
এই রক্তক্ষরণের পর তাঁকে রক্ত দিতে হয়। ওই অবস্থায় পুরনো বিকল কিডনি ২টি বার করার ঝুঁকি নিতে পারেননি চিকিৎসকেরা। কিন্তু ফের তাঁর কিডনির সমস্যা দেখা দেওয়ায় ফের আরও ১টি কিডনি প্রতিস্থাপিত করার প্রয়োজন পড়ে।
চিকিৎসকদের জন্য এটা খুবই ঝুঁকির অস্ত্রোপচার ছিল। কিন্তু দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া পরিস্থিতিতে এছাড়া কার্যত অন্য রাস্তা খোলা ছিলনা চিকিৎসকদের সামনে। ফলে ফের তাঁর অস্ত্রোপচার হয়।
এমন অস্ত্রোপচার সারা বিশ্বে খুঁজে পাওয়া যায়না। যে ঝুঁকি মাদ্রাজ মিশন হাসপাতালের ভাসকুলার অ্যান্ড ট্রান্সপ্লান্ট সার্জন নেন।
এক্ষেত্রে বেশ কয়েকটি ঝুঁকি ছিল। প্ৰথমত ৪টি কিডনি শরীরে থাকায় ৫ নম্বর কিডনি কোথায় প্রতিস্থাপন করবেন। এটা ছিল বড় চ্যালেঞ্জ। তাছাড়া রেনাল আর্টারি ও শিরা যোগ করার জায়গা নিয়েও ছিল সমস্যা।
আগের অস্ত্রোপচারে ব্লাডারও সরে গিয়েছিল। সেদিকটাও নজর রাখা দরকার ছিল। তাছাড়া সর্বানন নামে ওই ব্যক্তির ৩ মাস আগে বাইপাস সার্জারিও হয়। সে চিন্তাও ছিল চিকিৎসকদের।
ফলে এই অস্ত্রোপচার ছিল অত্যন্ত কঠিন। সেই অস্ত্রোপচার সফলভাবে শেষ করেন চিকিৎসকেরা। আপাতত সর্বানন ভাল আছেন। তাঁর শরীরে এখন অবস্থান করছে ৫টি কিডনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা