National

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ, শীর্ষে নয়ডার ছাত্রী, ‘আর্টস’ নিয়ে প্রথম হয়ে চমক

সাধারণত দেখা যায় বিজ্ঞান বিভাগ থেকেই প্রথম স্থানাধিকারীকে পাওয়া যায় দ্বাদশ শ্রেণির পরীক্ষায়। কারণটা সকলের জানা, বিজ্ঞানে নম্বর ওঠে বেশি। কিন্তু এবার সেই মিথ ভেঙে দিল নয়ডার রক্ষা গোপাল। সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষায় কলা বিভাগ থেকে পরীক্ষা দিয়ে দেশের মধ্যে প্রথম হল রক্ষা। গত শনিবার মাধ্যমিকে এক ছাত্রী প্রথম স্থান দখল করেছে। তারপর‌দিন সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষাতেও ফের এক ছাত্রীই শীর্ষস্থান দখল করল। তাও আর্টস নিয়ে! ইংরাজি, রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতি-তে রক্ষা পেয়েছে ১০০-এ ১০০ নম্বর। সাইকোলজি, ইতিহাসে ৯৯ নম্বর। নয়ডার অ্যামিটি ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্রী রক্ষা গোপাল পেয়েছে ৯৯.৬ শতাংশ নম্বর। এবার প্রায় ১০ লক্ষ পরীক্ষার্থী দেশের বিভিন্ন কোণা থেকে পরীক্ষা দিয়েছিল। সার্বিক পাসের হার ৮২ শতাংশ। গতবারের চেয়ে ১ শতাংশ কম। দ্বিতীয় স্থান পেয়েছে চণ্ডীগড়ের ডিএভি স্কুলের বিজ্ঞান বিভাগের ছাত্র ভূমি সাবন্ত। ভূমি পেয়েছে ৯৯.৪ শতাংশ নম্বর। তৃতীয় স্থানে রয়েছে ২ জন। তারাও চণ্ডীগড়ের বাসিন্দা। বাণিজ্য বিভাগের ছাত্র মন্নথ লুথরা ও কলা বিভাগের ছাত্র আদিত্য জৈন পেয়েছে ৯৯.২ শতাংশ নম্বর। এদিন কলা, বিজ্ঞান ও বাণিজ্য বিভাগে সেরাদের ফোন করে শুভেচ্ছা জানান কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভড়েকর।

 



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button