প্রবল ঝড়বৃষ্টিতে বিহারে মৃত্যু হল ২২ জনের। এঁদের মধ্যে চম্পারণ জেলায় পাঁচিল ধসে মৃত্যু হয়েছে ৫ জনের। এছাড়া মোট ৮টি জেলা থেকে মৃত্যুর খবর মিলেছে। অধিকাংশেরই মৃত্যু হয়েছে গাছ পড়ে বা বজ্রপাতে। রাজ্যের বহু গাছ উপড়ে গেছে। প্রবল বৃষ্টিতে অনেক জায়গায় বাড়ির পাঁচিল ধসে গেছে। কাঁচা বাড়ির ক্ষতি হয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হওয়ায় তার প্রভাবে গত রবিবার বিহারে প্রবল ঝড়বৃষ্টি হয়। তাতে গরম থেকে স্বস্তি মিললেও ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর। মর্মান্তিক মৃত্যুর শিকার হয়েছেন মানুষ। এদিকে বিহারে যখন এই অবস্থা তখন পাশেই ওড়িশা গরমে পুড়ছে। সেখানে এখনও পর্যন্ত গরমে মৃত্যু হয়েছে ১২ জনের।