National

দেশে গতদিনের চেয়ে ৪০ শতাংশ বাড়ল দৈনিক সংক্রমণ

দেশে দৈনিক সংক্রমণ গতদিন ৫ মাসে সর্বনিম্ন হলেও এদিন তা ফের গতদিনের তুলনায় ৪০ শতাংশ বাড়ল। অন্যদিকে দেশে মৃত্যু এদিন গতদিনের তুলনায় সামান্য বেড়েছে।

দেশে দৈনিক সংক্রমণ এদিন গতদিনের তুলনায় এক ধাক্কায় ৪০ শতাংশ বাড়ল। দেশে দৈনিক সংক্রমণ বেশ কিছুদিন ধরেই ৩৫ হাজার থেকে ৪৫ হাজারের মধ্যেই ঘোরাফেরা করছে। এদিন সেই অঙ্কের ঘরেই ফিরেছে সংক্রমণ।

এদিন দেশে করোনা সংক্রমিত হয়েছেন ৩৫ হাজার ১৭৮ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২২ লক্ষ ৮৫ হাজার ৮৫৭ জন।


এদিন ১৭ লক্ষ ৯৭ হাজার ৫৫৯টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। আগের দিনের চেয়ে প্রায় আড়াই লক্ষ বেশি হয়েছে নমুনা পরীক্ষা।

এদিন মৃতের সংখ্যা গতদিনের চেয়ে সামান্য বেড়েছে। গত একদিনে মৃত্যু হয়েছে ৪৪০ জনের। দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ৩২ হাজার ৫১৯ জন। দেশে মৃত্যুর হার দাঁড়িয়ে আছে ১.৩৪ শতাংশে।


মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ১১৬ জনের। কেরালায় মৃত্যু হয়েছে ১২৭ জনের। মহারাষ্ট্র ও কেরালা ছাড়া এমন কোনও রাজ্য দেশে নেই যেখানে ৩ অঙ্কে রয়েছে একদিনে মৃতের সংখ্যা।

দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা এদিন কমেছে। এদিন কমেছে ২ হাজার ৪১৩ জন। দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৬৭ হাজার ৪১৫ জন। দেশে অ্যাকটিভ রোগীর হার কমে দাঁড়িয়েছে ১.১৪ শতাংশে।

এদিকে দেশে সংক্রমিতের চেয়ে এদিন সুস্থ হয়ে হয়ে ওঠা মানুষের সংখ্যা বেশি হয়েছে। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩৭ হাজার ১৬৯ জন।

দেশে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৪ লক্ষ ৮৫ হাজার ৯২৩ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৭.৫২ শতাংশে। — ভারত সরকারের দৈনিক আপডেটের সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button