রাস্তাজুড়ে ভেসে বেড়াচ্ছে শ্বেতশুভ্র ফেনাপুঞ্জ। দেখে মনে হচ্ছে যেন তুষারপাতের পর শহর মুখ ঢেকেছে আলতো বরফে। দূর থেকে দৃশ্যত সত্যিই সুন্দর এই সাদা ফেনাই এখন বেঙ্গালুরুর মানুষের অন্যতম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বেঙ্গালুরুর ভার্থুর হ্রদ। এর আগেও এই হ্রদের আশপাশের বাসিন্দারা এমন সাদা ফেনার শিকার হয়েছেন। কিন্তু কী এই সাদা ফেনা? বিশেষজ্ঞেরা সাবধান করে বলছেন দেখতে সুন্দর হলেও আসলে এর প্রভাব ভয়ংকর। এগুলো একধরণের বিষাক্ত ফোম। যা ভীষণই হাল্কা হয়। ফলে রাস্তায় সামান্য হাওয়ায় নিজের খেয়ালে ভেসে বেড়ায়। গত শনি ও রবিবার বেঙ্গালুরুতে ভাল বৃষ্টি হয়েছে। যাকে প্রাক বর্ষার বৃষ্টি হিসাবেই ব্যাখ্যা করছেন আবহবিদেরা। চলতি বছরে প্রবল গরমের শিকার হয়েছে দেশের এই ‘এয়ারকন্ডিশন সিটি’। ফলে বৃষ্টির জন্য একটা হাপিত্যেশ অপেক্ষা ছিলই। সেই বৃষ্টি স্বস্তি দিয়েছে বেঙ্গালুরুবাসীকে। কিন্তু ভার্থুর হ্রদে সেই বৃষ্টির জল ফের জন্ম দিয়েছে সাদা ফেনার বিষাক্ততা। যা মূলত দূষণ থেকে তৈরি হয়। এই ফেনা এখন ভার্থুর হ্রদের আশপাশের এলাকার রাস্তা দিয়ে যান চলাচল পর্যন্ত দুরূহ করে তুলেছে।