দেশের এই রাজ্যে সেপ্টেম্বরের শুরুতেই ষষ্ঠ শ্রেণি থেকে খুলছে স্কুল
দেড় বছরের ওপর হয়ে গেছে ছাত্রছাত্রীরা স্কুল, কলেজের মুখ দেখেনি। এবার ষষ্ঠ শ্রেণি থেকে দেশের একটি রাজ্যে খুলে যাচ্ছে স্কুল। তাও সেপ্টেম্বরের শুরুতেই।
পশ্চিমবঙ্গে পুজোর পরে স্কুল খোলা নিয়ে একটা ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে অবশ্য এটাও জানিয়ে রেখেছেন সবই নির্ভর করছে করোনার গতিবিধির ওপর। কারণ তৃতীয় ঢেউয়ের একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে।
যদিও সেই পরিস্থিতির মধ্যেই নবম থেকে একাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য স্কুলের দরজা খুলে দিয়েছে গুজরাট। এবার সেই রাজ্যে খুলতে চলেছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ক্লাসও। স্কুলে এসে আগের মতই পড়ুয়ারা ক্লাস করার সুযোগ পাবে। যদিও কিছু বিধিনিষেধ থাকছে।
২ সেপ্টেম্বর থেকে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য স্কুলের দরজা খুলে দিচ্ছে গুজরাট সরকার। তবে শর্ত থাকছে। যেমন ৫০ শতাংশ ছাত্রছাত্রী নিয়েই ক্লাস হবে। সেইসঙ্গে লাগবে অভিভাবকদের সম্মতিপত্র।
অভিভাবকরা রাজি থাকলে তবেই তাঁরা তাঁদের সন্তানকে স্কুলে পাঠাবেন। স্কুলে আসাটাও বাধ্যতামূলক নয়। চাইলে তবেই স্কুলে আসবে পড়ুয়ারা।
প্রসঙ্গত নবম থেকে একাদশ শ্রেণির ক্লাস ইতিমধ্যে স্কুলেই চালু হয়েছে গুজরাটে। গত ২৬ জুলাই থেকেই তারা স্কুল করছে। মন্ত্রিসভার বৈঠকের পর এবার ২ সেপ্টেম্বর থেকে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ক্লাসও চালু করায় সবুজ সংকেত দিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি।
এদিকে আগেই সে রাজ্যে দ্বাদশ শ্রেণি ও পলিটেকনিক ছাত্রছাত্রীদের ক্লাস করার ছাড়পত্র মিলেছিল। গুজরাট স্কুল খোলার রাস্তায় হাঁটলেও দেশের অধিকাংশ রাজ্যে এখনও সেই সিদ্ধান্ত নিতে পারেনি। তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় অনেকেই স্কুল খোলার সিদ্ধান্ত নিয়ে ইতস্তত করছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা