দেশে ফের উর্ধ্বমুখী দৈনিক সংক্রমণ
দেশে দৈনিক সংক্রমণ ক্রমশ উর্ধ্বমুখী। অনেকদিন ৪৫ হাজারের নিচে থাকার পর এদিন তা সেই অঙ্ক টপকে গেছে। মৃত্যু ঘুরছে ৬০০-র ঘরে।
দেশে দৈনিক সংক্রমণে ফের একটা উর্ধ্বমুখী প্রবণতা দেখতে পাওয়া যাচ্ছে। দেশে দৈনিক সংক্রমণ বেশ কিছুদিন ধরেই ৩৫ হাজার থেকে ৪৫ হাজারের মধ্যেই ঘোরাফেরা করেছে। এদিন তা ৪৫ হাজারের গণ্ডিও পার করে গেল।
গত একদিনে দেশে করোনা সংক্রমিত হয়েছেন ৪৬ হাজার ১৬৪ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২৫ লক্ষ ৫৮ হাজার ৫৩০ জন।
এদিন ১৭ লক্ষ ৮৭ হাজার ২৮৩টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। প্রায় গতদিনের মতই হয়েছে নমুনা পরীক্ষা। গত একদিনে মৃত্যু হয়েছে ৬০৭ জনের। দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ৩৬ হাজার ৩৬৫ জন। দেশে মৃত্যুর হার দাঁড়িয়ে আছে ১.৩৪ শতাংশে।
মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ২১৬ জনের। কেরালায় মৃত্যু হয়েছে ২১৫ জনের। মহারাষ্ট্র ও কেরালা ছাড়া এমন কোনও রাজ্য দেশে নেই যেখানে ৩ অঙ্কে রয়েছে একদিনে মৃতের সংখ্যা।
দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা এদিন বেড়েছে। এদিন বেড়েছে ১১ হাজার ৩৯৮ জন। দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৩৩ হাজার ৭২৫ জন।
দেশে অ্যাকটিভ রোগীর হার ১ শতাংশের নিচে নেমে আশার আলো জাগিয়েও তা এদিন ফের ১ শতাংশের ওপরে গিয়ে দাঁড়িয়েছে ১.০৩ শতাংশে।
এদিকে দেশে সংক্রমিতের চেয়ে এদিন সুস্থ হয়ে হয়ে ওঠা মানুষের সংখ্যা কম হয়েছে। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩৪ হাজার ১৫৯ জন।
দেশে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৭ লক্ষ ৮৮ হাজার ৪৪০ জন। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৭.৬৩ শতাংশে। — ভারত সরকারের দৈনিক আপডেটের সাহায্য নিয়ে লেখা