National

দেশে দৈনিক সংক্রমণ কমল, বাড়ল অ্যাকটিভ রোগী

দেশে দৈনিক সংক্রমণ সামান্য হলেও কমল। ফের ৪৫ হাজারের নিচে এসেছে সংক্রমণ। অন্যদিকে দৈনিক মৃত্যুও বেশ কিছুটা কমেছে। বেড়েছে অ্যাকটিভ রোগী।

কয়েকদিন বাড়ার পর এদিন দেশে দৈনিক সংক্রমণ সামান্য হলেও আগের দিনের তুলনায় কমল। দেশে দৈনিক সংক্রমণ বেশ কিছুদিন ধরেই ৩৫ হাজার থেকে ৪৫ হাজারের মধ্যেই ঘোরাফেরা করছে। আগের দিন তা ৪৫ হাজারের গণ্ডিও পার করে যায়। এদিন ফের তা ৪৫ হাজারে নিচে নেমেছে।

গত একদিনে দেশে করোনা সংক্রমিত হয়েছেন ৪৪ হাজার ৬৫৮ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২৬ লক্ষ ৩ হাজার ১৮৮ জন।


এদিন ১৮ লক্ষ ২৪ হাজার ৯৩১টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। গতদিনের চেয়ে কিছুটা বেড়েছে নমুনা পরীক্ষা। গত একদিনে মৃত্যু হয়েছে ৪৯৬ জনের। দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ৩৬ হাজার ৮৬১ জন। দেশে মৃত্যুর হার দাঁড়িয়ে আছে ১.৩৪ শতাংশে।

মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ১৫৯ জনের। কেরালায় মৃত্যু হয়েছে ১৬২ জনের। মহারাষ্ট্র ও কেরালা ছাড়া এমন কোনও রাজ্য দেশে নেই যেখানে ৩ অঙ্কে রয়েছে একদিনে মৃতের সংখ্যা।


দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা এদিন বেড়েছে। এদিন বেড়েছে ১১ হাজার ১৭৪ জন। দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৪৪ হাজার ৮৯৯ জন।

দেশে অ্যাকটিভ রোগীর হার ১ শতাংশের নিচে নেমে আশার আলো জাগিয়েও ফের তা বাড়তে শুরু করেছে। এদিন বেড়ে অ্যাকটিভ রোগী হার দাঁড়িয়েছে ১.০৬ শতাংশ।

এদিকে দেশে সংক্রমিতের চেয়ে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা কম হয়েছে। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩২ হাজার ৯৮৮ জন।

দেশে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৮ লক্ষ ২১ হাজার ৪২৮ জন। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৭.৬০ শতাংশে। — ভারত সরকারের দৈনিক আপডেটের সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button