National

ভিডিও পোস্ট করে বিতর্কে, চাকরিই ছেড়ে দিলেন তরুণী পুলিশকর্মী

সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে বিতর্কে জড়ান এক মহিলা পুলিশকর্মী। ক্ষোভে এবার তিনি চাকরিই ছেড়ে দিলেন। ইস্তফাপত্র তিনি পাঠিয়ে দিয়েছেন।

চাকরি কিছুদিন হল পেয়েছিলেন। কাজের বাইরে সোশ্যাল সাইটে ছিলেন যথেষ্ট অ্যাকটিভ। বিশেষত ইন্সটাগ্রামে। প্রায়ই ছবি পোস্ট করতেন। এমনই একটি ভিডিও পুলিশের পোশাকে পোস্ট করেন তিনি।

পুলিশের পোশাকে প্রিয়াঙ্কা মিশ্র নামে ওই তরুণী হাতে রিভলভার নিয়ে পোজ দেন। ভিডিওটিতে বেশ কিছু কথোপকথনও শোনা গেছে। যেখানে উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে হরিয়ানা ও পঞ্জাবের সঙ্গে তুলনা করা হয়েছে।


সব মিলিয়ে বিষয়টি পুলিশের বড় কর্তারা একেবারেই ভাল চোখে নেননি। সেই ভিডিও ইন্টারনেটে পড়তেই ভাইরাল হয়। বিষয়টি পুলিশেরও নজরে আসে।

পুলিশের পোশাকে এভাবে ভিডিও দেওয়াকে কেন্দ্র করে শুরু হয় বিতর্ক। রাতারাতি প্রিয়াঙ্কাকে পুলিশ লাইনে পাঠানো হয়। তাঁর বিরুদ্ধে তদন্তও শুরু হয়। এদিকে ওই ভিডিও পোস্ট করার পর নেটিজেনদের তরফ থেকেও আসে নানা বক্রোক্তি।


ভিডিও পোস্ট করার জেরে এই প্রবল বিতর্ক, নেটিজেনদের বেঁকা কথা একেবারেই ভালভাবে নিতে পারেননি আগ্রা পুলিশের ওই তরুণী কনস্টেবল। ক্ষোভে এবার তিনি ইস্তফা দিলেন চাকরি থেকে।

প্রিয়াঙ্কা তাঁর ইস্তফাপত্র এসএসপি-র কাছে পাঠিয়ে দিয়েছেন। যদিও তাঁর ইস্তফাপত্র এখনও গৃহীত হয়নি। তবে এটা অনেকেই মেনে নিচ্ছেন যে উত্তরপ্রদেশের রংবাজি নিয়ে কথা বলেই সমস্যায় পড়লেন এই তরুণী।

তবে তিনি সাংবাদিকদের জানিয়েছেন, মানুষ যদি তাঁকে নিয়ে এতটাই ক্ষুব্ধ থাকেন, সেক্ষেত্রে তিনি চাকরি ছেড়ে দেওয়াই পছন্দ করবেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button