National

ট্রেনে অন্তর্বাস পরে ঘুরলেন বিধায়ক, লজ্জায় মুখ ঢাকলেন যাত্রীরা

ট্রেনের মধ্যে অন্তর্বাস পরে ঘুরছেন এক বিধায়ক। যে ছবি ঘিরে বিতর্ক চরমে উঠেছে। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ওই বিধায়ক।

ট্রেনে তিনি ছিলেন। তিনি ট্রেনে অন্তর্বাস পরে ঘুরেছেনও। এটা সত্যি কথা। তো কি হয়েছে? এজন্য কি তাঁকে ফাঁসি দেবে নাকি? প্রশ্ন তুলে বিতর্কের জবাব দেওয়ার চেষ্টা করেছেন ওই বিধায়ক।

তাঁর দাবি, ট্রেন ওঠার পর থেকেই তাঁর পেটের সমস্যা শুরু হয়। লুজ মোশনের সমস্যায় ভুগছিলেন তিনি। ফলে তাঁকে বারবার বাথরুমে যেতে হচ্ছিল। তাই তিনি ওই অবস্থায় বাথরুমে যাওয়াআসা করছিলেন। আত্মপক্ষ সমর্থনে এমন দাবি করলেও বিতর্ক থামছে না।


পাটনা-দিল্লি তেজস রাজধানী এক্সপ্রেসের এ১ কামরায় তাঁর ২ সহযোগীকে নিয়ে ওঠেন জনতা দল ইউনাইটেড-এর বিধায়ক গোপাল মণ্ডল।

দিল্লি মুখী ট্রেনটি ছাড়ার পর উত্তরপ্রদেশের দিলদারনগর জংশন আসার আগেই গোপাল মণ্ডল পরনের জামাপ্যান্ট খুলে ফেলেন। পরনে থাকে কেবল একটি গেঞ্জি ও জাঙ্গিয়া।


এই পরেই ট্রেনের কামরা ময় ঘোরাফেরা শুরু করেন গোপাল মণ্ডল বলে অভিযোগ। যাত্রীরা এভাবে তাঁর ঘোরা নিয়ে প্রতিবাদে মুখর হন।

অনেক মহিলাও ছিলেন ট্রেনে। তাঁরা লজ্জায় মুখ ঢাকেন। গোপাল মণ্ডলের ওই অবস্থায় ছবিও তুলে নেন অনেকে।

যাত্রীদের অভিযোগ তাঁরা যখন বিধায়ককে বোঝাতে যান যে ট্রেনে অনেক মহিলা যাত্রী রয়েছেন। তাঁদের সামনে এভাবে ঘোরাটা তাঁর উচিত হচ্ছেনা। তখন বিধায়ক তাঁদের ওপর চোটপাট করে ভাগিয়ে দেন।

কিন্তু গোপাল মণ্ডল ওইভাবেই ট্রেনে ঘুরতে থাকেন। বিষয়টি এমন পর্যায়ে পৌঁছয় যে আরপিএফ বিষয়টিতে হস্তক্ষেপ করে। এমন ঘটনা যে ঘটেছে তাও আরপিএফ এর তরফে নিশ্চিত করা হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button