National

শহরে থিক থিক করছে সাপ, পাকড়াও করতে হিমসিম সাপুড়েরা

একটা শহর জুড়ে থিক থিক করছে সাপ। একের পর এক ফোন আসছে। বাড়ির কাছে, হাসপাতালের কাছে, কলেজের কাছে সর্বত্র সাপের দেখা মিলছে।

কোথায় যাবেন তাঁরা? বাড়ি থেকে এক পা বার করতেও চিন্তা হয়। যদি সাপে ছোবল মারে? গ্রামে সাপখোপের আতঙ্ক থাকে বটে, কিন্তু শহরেও যে এমন চিন্তা হতে পারে তা দেখা গেল তাজমহলের শহর আগ্রায়।

যথেষ্ট জনবহুল শহর আগ্রা। সেই আগ্রা বা তার আশপাশের এলাকায় থিক থিক করছে সাপ। ফোন সামলাতে এখন হিমসিম খাচ্ছেন ওয়াইল্ড লাইফ এসওএস রেসকিউ টিমের সদস্যরা।


কখনও কারও বাড়ি থেকে ফোন আসছে, তো কখনও হাসপাতাল বা শিক্ষাঙ্গনের থেকে ফোন। একটাই আর্জি, সাপ ঘুরে বেড়াচ্ছে। দয়া করে সাপ ধরে নিয়ে যান।

আতঙ্কের কল পেলেই সংগঠনের সাপুড়েরা পৌঁছে গেছেন সেই এলাকায়। কোথাও থেকে পাওয়া গিয়েছে বিষাক্ত কোবরা, কোথাও থেকে পাওয়া গিয়েছে বিশাল পাইথন, কোথাও থেকে পাওয়া গেছে গোসাপ।


এমনকি কোথাও কোথাও তো দুলকি চালে ঘুরে বেড়াচ্ছে কচ্ছপও। একটি অট্টালিকা বহুল শহরের বুকে এমন দৃশ্য সচরাচর দেখা যায়না।

বিশেষজ্ঞেরা জানাচ্ছেন প্রবল বৃষ্টির জেরেই এমন অবস্থা। আগ্রার কাছে যে সব জঙ্গল রয়েছে সেখানে সাপদের গর্ত জলে ভরেছে। ফলে তারা অপেক্ষাকৃত শুকনো আশ্রয়ের খোঁজে পৌঁছে গেছে শহরে। সেখানেই আনাচকানাচ খুঁজে ঢুকে পড়েছে। ফলে শহর জুড়ে এখন তাদের দৌরাত্ম্য।

সাপগুলিকে পাকড়াও করার পর অবশ্য বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণে রেখে ফের শহর থেকে দূরে প্রকৃতির মাঝে তাদের ছেড়ে দিয়ে আসছেন ওয়াইল্ড লাইফ এসওএস রেসকিউ টিমের সদস্যরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button