এলাচ বাগানে মিলল খোঁজ, কিশোরীকে বাড়ি ফেরাল মোবাইল ফোন
এক কিশোরীকে অবশেষে পাওয়া গেল একটি এলাচ বাগানের মধ্যে থেকে। তাকে এভাবে পাওয়া যেত না, যদি না তার সঙ্গে মোবাইল ফোন থাকত।
কয়েকদিন আগের কথা। আচমকাই একদিন বাড়ি থেকে ভ্যানিস হয়ে যায় এক ১৭ বছরের কিশোরী। বাড়ির লোকজনের কাছে এটা স্পষ্ট ছিল যে তাকে কেউ তুলে নিয়ে যায়নি। তাকে অপহরণ করা হয়নি। ওই কিশোরী নিজেই বাড়ি থেকে উধাও হয়েছে।
উদ্বিগ্ন পরিবার এরপর পুলিশের দ্বারস্থ হয়। পুলিশ খোঁজ শুরু করে। এটা মধ্যপ্রদেশের ঘটনা। গোটা রাজ্যের কোথাও যে ওই কিশোরী নেই তা একসময় পরিস্কার হয়ে যায় পুলিশের কাছে। তাহলে সে গেল কোথায়?
পুলিশ এরপর কিশোরীর মোবাইলও ট্র্যাক করতে শুরু করে। এক সময় সেই মোবাইলের লোকেশন পায় পুলিশ। জানতে পারে মধ্যপ্রদেশ কেন তার আশপাশেও নেই কিশোরী। সে রয়েছে কেরালায়।
পুলিশ এরপর যোগাযোগ করে কেরালার ইডুক্কি-র নেদুমকন্দম পুলিশ স্টেশনের সঙ্গে। মধ্যপ্রদেশ থেকেও একটি পুলিশের দল এসে পৌঁছয় সেখানে। তারপর স্থানীয় থানার সাহায্য নিয়ে পুলিশের একটি দল পৌঁছে যায় কাছের একটি এলাচ বাগানে।
কেরালার এলাচ চাষ বিখ্যাত। সেখানেই হাজির হয়ে অবশেষে কিশোরীকে পাওয়া যায়। এলাচ বাগানে পাওয়া যায় কিশোরীকে।
পুলিশ তাকে উদ্ধার করতে পারলেও তার সঙ্গীকে পাওয়া যায়নি। যে তরুণের সঙ্গে ওই কিশোরী এতদূর পালিয়ে আসে সে বেগতিক বুঝে পুলিশ আসার আগেই পালায়। পুলিশ তার খোঁজ করছে।
কিশোরীকে মধ্যপ্রদেশে ফিরিয়ে আনা হয়েছে। তবে কিশোরীর পরিচয় গোপনই রেখেছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা