শিনা ভোরা হত্যাকাণ্ডে ফের নয়া মোড়। খুনের অনেক অজানা তথ্য ফাঁস করতে চেয়ে বিশেষ সিবিআই আদালতে আর্জি জানালেন শিনা খুনে অন্যতম অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের গাড়ির চালক শ্যামভর রাই। গত সপ্তাহেই সিবিআইকে লেখা দু’পাতার চিঠিতে রাজসাক্ষী হওয়ার আবেদন করে তার বিনিময়ে তাঁকে মাফ করে দেওয়ার আবেদন জানিয়েছিলেন রাই। এদিন আদালতে সাক্ষ্য দেওয়ার সময় তিনি স্বীকারও করে নেন যে এই খুনে তাঁর প্রত্যক্ষ সহযোগিতা ছিল। শিনাকে যে শ্বাসরোধ করে খুন করা হয় তাও এদিন বিচারকের সামনে স্বীকার করে নেন শ্যামভর। এই ঘটনায় সহযোগিতার করায় তিনি অনুতপ্ত বলেও কাঠগড়ায় দাঁড়িয়ে জানান তিনি। শ্যামভর রাইয়ের এই আবেদন সম্বন্ধে সিবিআইকে তাদের মতামত ১৭ মে জানাতে নির্দেশ দিয়েছে আদালত।
Leave a Reply