ভেসে যাওয়া আটকাতে জাহাজের মত গাড়ি নোঙর করলেন এক ব্যক্তি
প্রবল বন্যার জেরে ভেসে যাচ্ছে সব কিছু। গাড়িও ভেসে যেতেই পারে যা জলের টান। তাই জাহাজের মত নিজের গাড়িকেও কার্যত নোঙর করে রাখলেন এক ব্যক্তি।
পথঘাট বলে আর কিছু নেই। চারিদিকে শুধু জল আর জল। অলিগলি, রাজপথ দিয়ে প্রবল তোড়ে বয়ে যাচ্ছে বন্যার জল। এই পরিস্থিতিতে সেই জলের টানে সবই ভেসে যাচ্ছে খড়কুটোর মত।
তা সব যদি ভেসে যায় তাহলে গাড়িই বা নয় কেন! বন্যার জলের তোড়ে গাড়ি ভেসে যাওয়া নতুন তো কিছু নয়। তাই নিজের শখের গাড়িটিকে নিয়ে কোনও ঝুঁকি নেননি এক ব্যক্তি।
তবে জাহাজের নোঙরের সঙ্গে এর একটা ফারাক রয়েছে। নোঙর করা হয় দড়ি জলের তলায় নামিয়ে। আর এই ব্যক্তি নিজের গাড়ি বাঁচাতে দড়ি নিয়ে গেছেন ছাদের দিকে।
ছাদে আরও একটি তল তোলার বন্দোবস্ত রাখা মোটা কংক্রিটের থামের সঙ্গে তিনি দড়ির একটি প্রান্ত বেঁধেছেন। অন্য প্রান্ত বেঁধেছেন গাড়ির সঙ্গে।
গাড়ির ২টি অংশ থেকে ২টি দড়ি এভাবে বেঁধে তা ছাদের স্তম্ভের সঙ্গে বেঁধে দিয়েছেন তিনি। যাতে তাঁর গাড়ি জলের যতই তোড় থাক, ভেসে না যায়।
গত রাত থেকে তেলেঙ্গানার সিরসিলা শহর প্রবল বৃষ্টিতে ভেসে যাচ্ছে। একটানা বৃষ্টিতে শহরের সব রাস্তা জলের তলায় চলে গেছে। রাস্তা দিয়ে তোড়ে বইছে বন্যার জল। সেই জলে ইতিমধ্যেই শহরের বেশ কিছু গাড়ি ভেসে গেছে।
তাই নিজের গাড়ি রক্ষার এই অভিনব কৌশল বার করেছেন ওই ব্যক্তি। এভাবে গাড়ি রক্ষার ছবি ইতিমধ্যেই সোশ্যাল সাইটে ভাইরাল হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা