National

দেশের নয়া পরিবহণ হতে চলেছে সি প্লেন, যাত্রী নিয়ে উড়বে নদী থেকে

বিমান, ট্রেন, বাস, গাড়ি, স্টিমার, নৌকা, বাইক, সাইকেল এসবই এখন দেশের পরিবহণ মাধ্যম। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে সি প্লেন।

হলিউড তো বটেই, এমনকি বলিউড সিনেমাতেও সি প্লেন দেখা গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও সি প্লেনে চড়ে উড়তে দেখা গেছে। তবে এই পরিবহণ মাধ্যম সাধারণের জন্য এখনও দেশে চালু হওয়া বাকি।

তবে হয়তো আর বেশি দিন বাকি নয়। কারণ দেশের প্রথম সি প্লেন চালুর উদ্যোগ জোর কদমে চালু হয়েছে। উত্তরপ্রদেশের বারাণসী থেকে গোরক্ষপুর পর্যন্ত সি প্লেন চালু করার জন্য সবরকম তদ্বির শুরু হয়েছে।


ইতিমধ্যেই এ বিষয়ে কেন্দ্রীয় অসামরিক উড়ান মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে কথা বলেছেন উত্তরপ্রদেশের অসামরিক উড়ান মন্ত্রী। প্রস্তুতি যেভাবে এগোচ্ছে তাতে উত্তরপ্রদেশের বিধানসভা ভোটের আগে বড় চমক হতে পারে এই সি প্লেন পরিষেবা।

সি প্লেন একটি ৩০০ মিটার দীর্ঘ দিঘি থেকেও উড়ে যেতে পারে আকাশে। এই ধরনের বিমান আকারে ছোট হয়। যাত্রী ধারণ ক্ষমতাও এরফলে কম হবে। তবে নদী বা জলাশয় থেকে উড়ে যেতে সক্ষম এই বিমান।


জল ছাড়া ভূমি থেকেও উড়ান নিতে পারে এই সিপ্লেন। ফলে উভচর এই বিমান দেশের মধ্যে ছোট ছোট রুটে দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছনোর উপায় হয়ে উঠতে পারে।

পর্যটনের ক্ষেত্রেও সি প্লেন এক দারুণ উদ্যোগ হয়ে উঠতে পারে। দেশে সি প্লেন পরিষেবা যে চালু করার উদ্যোগ শুরু হয়েছে তা কেন্দ্রীয় সরকার আগেই বুঝিয়ে দিয়েছে। দেশের ১১১টি নদী থেকে ১০০টি সিপ্লেন পরিষেবা চালুর প্রাথমিক পরিকল্পনা করেছে কেন্দ্র। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button