বাঁদররা ঘিরে ধরতেই ছাদ থেকে লাফ দিলেন মহিলা
বাঁদরের একটা দল এসে ঘিরে ধরেছিল তাঁকে। যা দেখে প্রচণ্ড ভয় পেয়ে যান এক বিজেপি নেতার স্ত্রী। বাঁদরদের হাত থেকে বাঁচতে ছাদ থেকে লাফ দেন তিনি।
৩ তলা বাড়ির ছাদে নানা সময় উঠতে হয় বাড়ির গৃহিণীদের। স্থানীয় এক বিজেপি নেতার বাড়িতেও তার অন্যথা হয়না। ওই নেতার স্ত্রী সুষমা দেবী ছাদে উঠেছিলেন কাজে।
কাজ করতে করতে তিনি লক্ষ্য করেন কোথা থেকে এক এক করে অনেকগুলি বাঁদর জড়ো হয়েছে সেখানে। একদল বাঁদর শুধু এসে জড়োই হয়নি। তাঁকে ঘিরেও ধরেছে।
এই পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে পড়েন তিনি। ক্রমশ বাঁদরের দল তাঁর দিকে এগোতে থাকায় আরও আতঙ্কিত হয়ে পালানোর চেষ্টা করেন সুষমা দেবী।
কিন্তু ছাদের সিঁড়ির দিকে যেতে পারেননি। ফলে কোথা দিয়ে পালালে বাঁদরদের হাত থেকে রক্ষা পাওয়া যায় তা বুঝতে না পেরে তিনি চলে আসেন ছাদের কিনারায়।
তারপরও বাঁদররা তাঁর দিকে এগোলে ভয়ে ছাদ থেকে নিচে লাফ দেন সুষমা দেবী। ৫০ বছরের ওই মধ্যবয়সী মহিলা ছাদ থেকে লাফ দিয়ে বাঁচারই চেষ্টা করেছিলেন। কিন্তু ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের শামলি জেলার কাইরানা শহরে। বিজেপি নেতা অনিল কুমার চৌহান ঘটনার সময় বাড়িতে ছিলেননা। খবর পেয়ে তিনি ছুটে আসেন। দেখেন তাঁর স্ত্রীর ততক্ষণে মৃত্যু হয়েছে।
প্রসঙ্গত পশ্চিম উত্তরপ্রদেশ জুড়ে বাঁদরদের হাঙ্গামা চরম পর্যায়ে পৌঁছে গেছে। এই সমস্যা থেকে মুক্তি পেতে বাঁদর ধরার কাজও শুরু হয়েছে অনেক শহরে। মথুরা, বৃন্দাবন সহ অনেক শহরের পুরসভা বাঁদর ধরার কাজ চালাচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা