কদিন লুকোচুরি খেললেও অবশেষে টানটান ধাওয়ায় পাকড়াও লেপার্ড
কয়েকদিন ধরেই তার খোঁজ চলছিল। কিন্তু ঠিক বাগে আনা যাচ্ছিল না তাকে। অবশেষে সেই রাতের ঘুম ওড়ানো লেপার্ডকে পাকড়াও করলেন বন দফতরের কর্মীরা।
খবর আসছিল কদিন ধরেই। একটি লেপার্ড গ্রামে ঢুকে গ্রামের গৃহপালিত পশু তুলে নিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি কুকুর ও গৃহপালিত পশু তুলে নিয়ে গেছে সে। গ্রামে আতঙ্কের পরিবেশ তৈরি হয়।
এর কিছুদিন আগেই এক লেপার্ড একটি গ্রাম থেকে এক শিশুকন্যাকে তুলে নিয়ে যায়। তাকে অবশ্য তারপর পাকড়াও করা হয়েছিল। কিন্তু এই লেপার্ড অত্যন্ত ধূর্ত। তাকে বাগে আনা সহজ কাজ নয়। বন দফতরের কর্মীরাও সহজে এঁটে উঠতে পারছিলেন না।
গত বুধবার তাঁদের কাছে খবর আসে সেই লেপার্ডটি গ্রামে ফের ঢুকেছে। রয়েছে একটি গোয়ালে। দ্রুত সেখানে পৌঁছে যান বন কর্মীরা।
এদিকে তাঁদের দেখেই পালাতে থাকে লেপার্ড। ফের তার পিছু ধাওয়া করেন বন কর্মীরা। বেশ কিছুক্ষণ লুকোচুরি খেলা চলার পর অবশেষে ঘুম পাড়ানি গুলিতে শায়েস্তা হয় লেপার্ড।
ঘুমের ওষুধের গুলি খেয়ে ঝিমিয়ে পড়া লেপার্ডটিকে এরপর উদ্ধার করে একটি পশু চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে কদিন তাকে পর্যবেক্ষণে রেখে তাকে ছাড়া হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ফরেস্টার সাবির আহমেদ খান।
জম্মু কাশ্মীরের গান্ডেরবল জেলার রাজিন গ্রামে তাণ্ডব চালাচ্ছিল লেপার্ডটি। অবশেষে তাকে পাকড়াও করতে পারায় গ্রামবাসীরা অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।
এদিকে ওই লেপার্ডটি আপাতত পর্যবেক্ষণে থাকলেও তাকে আদৌ প্রকৃতির বুকে ছাড়া হবে কিনা তা নিয়ে সিদ্ধান্ত এখনও গৃহীত হয়নি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা