National

টিকা না নেওয়া থাকলে যেতে হবে ছুটিতে

টিকা না নেওয়া থাকলে ছুটিতে যেতে হবে সরকারি কর্মীদের। এমনটাই জানিয়ে দিল দেশের একটি রাজ্য। কড়া হাতেই বিষয়টি নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

টিকা নেওয়ার জন্য যেমন লম্বা লাইন পড়ছে, তেমনই এখনও দেশের একটা সংখ্যক মানুষ রয়েছেন যাঁদের টিকা নেওয়া নিয়ে বেজায় আপত্তি। এমনকি তাঁরা টিকা নেনওনি। টিকার কথা এড়িয়ে চলছেন। তাঁদের মধ্যে সরকারি কর্মীও রয়েছেন।

এমনটা চিহ্নিত হতেই পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং সাফ জানিয়ে দিয়েছেন যেসব রাজ্য সরকারি কর্মচারি তাঁর রাজ্যে একটিও টিকার ডোজ গ্রহণ করেননি তাঁদের যেতে হবে ছুটিতে। তবে তার আগে শেষ সুযোগ দিয়েছেন তিনি। জানিয়ে দিয়েছেন আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে একটিও ডোজ যাঁদের হয়নি তাঁদের তার পর থেকে ছুটিতে যেতে হবে।


ফলে এই ছুটিতে যাওয়া থেকে বাঁচতে পঞ্জাবের রাজ্য সরকারি কর্মচারিদের এখনও কটা দিন হাতে রয়েছে। তার মধ্যে তাঁদের টিকা গ্রহণ করতে হবে। আর তা সত্ত্বেও যদি টিকা গ্রহণে ওজর আপত্তি থাকে তাহলে আর ছুটিতে যাওয়া ছাড়া উপায় নেই।

রাজ্যের মানুষকে করোনা থেকে রক্ষা করতেই এই সরকারি নির্দেশ বলে জানানো হয়েছে। যাঁরা করোনা প্রতিষেধক টিকা নিতে এখনও ইতস্তত করছেন তাঁদের জন্য বাকিরা যাতে সংক্রমণের শিকার না হন সেজন্যই এই পদক্ষেপ বলেও স্পষ্ট করা হয়েছে।


অমরিন্দর সিং জানিয়েছেন, তাঁর রাজ্যে সরকারি কর্মীদের টিকাকরণ করার জন্য সরকারের তরফে বিশেষ ব্যবস্থাও নেওয়া হয়েছে। কিন্তু তারপরেও যাঁরা টিকা গ্রহণ এড়িয়ে গেছেন তাঁদের ১৫ সেপ্টেম্বরের পর ছুটিতে যেতে হবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button