২ ছাত্রের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা ঘিরে ঘনীভূত রহস্য
ষষ্ঠ শ্রেণির ২ ছাত্রের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা। যা দেখে চক্ষু চড়কগাছ পরিবার থেকে প্রশাসন সকলের। কীভাবে এল এত টাকা?
২ ছাত্রই পড়ে ষষ্ঠ শ্রেণিতে। তাদের ২ জনেরই গ্রামীণ ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে। সেই অ্যাকাউন্টে যে টাকা রয়েছে তা অনেক অর্থবান মানুষকেও থমকে দিতে পারে।
১৫ সেপ্টেম্বরের পর আশিস কুমার নামে এক ছাত্রের অ্যাকাউন্টে রয়েছে ৬ কোটি ২০ লক্ষ ১১ হাজার ১০০ টাকা। আর দ্বিতীয় ছাত্র গুরুচরণ বিশ্বাসের অ্যাকাউন্টে রয়েছে ৯০ কোটি ৫২ লক্ষ ২১ হাজার ২২৩ টাকা। যা দেখে গোটা প্রশাসনের ঘুম উড়ে গেছে।
বিহারের কাটিহার জেলার পাস্তিয়া গ্রামের বাসিন্দা ২ ছাত্রের উত্তর বিহার গ্রামীণ ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে। ১৫ সেপ্টেম্বরের আগে তাদের অন্য ছাত্রদের মতই জীবন ছিল।
কিন্তু রাতারাতি তারা এখন সেলেব্রিটি। গোটা বিহার জুড়ে এই কোটি কোটি টাকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে হৈ চৈ পড়ে গেছে।
পুরো বিষয়টি জানা যায় তাদের মিনি স্টেটমেন্ট বার করার পর। প্রশাসনের কানে খবর পৌঁছতেই তারা দ্রুত ব্যাঙ্ককে বিষয়টি জানায়। ব্যাঙ্ক সময় নষ্ট না করে আগে ২ ছাত্রের অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয়। যাতে তাদের ওই অ্যাকাউন্ট থেকে টাকা তোলা বা টাকার কোনও লেনদেন হতে না পারে।
কোথা থেকে এই বিপুল অঙ্কের টাকা এল? এ প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেননি ২ ছাত্রের অভিভাবকরা। তাঁরাও অন্ধকারে।
ফলে ব্যাঙ্কের তরফে একটি তদন্ত কমিটি তৈরি করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কোথা থেকে এই টাকা এল সেই সোর্স খোঁজার চেষ্টা করছে তারা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা