বিশ্বকর্মা পুজোয় বন্দুক পুজো করে বেকায়দায় কৃষক
বিশ্বকর্মা পুজো উপলক্ষে যন্ত্রের পুজোর রীতি সনাতনি। বাড়িতে থাকা যন্ত্রও পূজিত হয় এদিন। বিশ্বকর্মা পুজোয় বন্দুকের পুজো করে কিন্তু বেকায়দায় পড়ল এক কৃষক।
বিশ্বকর্মা পুজোয় বিভিন্ন কলকারখানায় যেমন বিশ্বকর্মা পুজো হয়, তেমন বাড়িতেও অনেকে গাড়ি বা অন্য যন্ত্রের পুজো করে থাকেন। সেকথা মাথায় রেখে এক কৃষক খোলা আকাশের নিচেই বসেছিল বিশ্বকর্মা পুজো করতে। সঙ্গে ছিলেন পুরোহিত।
মাথায় গামছা দিয়ে ওই ব্যক্তি পুজোয় বসে। পুরোহিত শুরু করেন মন্ত্রোচ্চারণ। আর বাকিরা শুরু করেন ছবি তোলা। সেই ভিডিও যে তার জন্য কাল হবে তা জানলে বোধহয় ভিডিও করতেই দিত না বিহারের পশ্চিম চম্পারণ জেলার পিপারপতি গ্রামের বাসিন্দা শিম্পু সিং। কিন্তু ভিডিও হয়ে তা ইন্টারনেটে ছড়িয়েও পড়ে। যা গিয়ে পড়ে পুলিশের হাতেও।
বিশ্বকর্মা পুজো করছিল তো অপরাধ কোথায়? ভিডিওতে দেখা গেছে একটি ট্র্যাক্টর, বেশ কয়েকটি বাইকের সঙ্গে খোলাখুলি রাখা রয়েছে বন্দুক। আর তারও পুজো হচ্ছে।
এভাবে খোলাখুলি আগ্নেয়াস্ত্র পুজো পুলিশের নজরে লাগে। পুলিশ দ্রুত হাজির হয় শিম্পু সিংয়ের বাড়িতে। সেখানে ৩টি আগ্নেয়াস্ত্রের খোঁজ পায় পুলিশ।
শিম্পু সিং তার মধ্যে ১টি বন্দুকের লাইসেন্স দেখাতে সমর্থ হয়। বাকি ২টি বন্দুক কোথা থেকে এল তার কোনও সদুত্তর সে দিতে পারেনি।
পুলিশের অনুমান বন্দুক ২টি বেআইনিভাবে কেনা হয়েছে। শিম্পু সিংকে বেআইনিভাবে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।
তার সঙ্গে অপরাধ জগতের কোনও যোগ আছে কিনা তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা আধিকারিকরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা