এবার বাঁশি বা হারমোনিয়াম বাজিয়ে অ্যাম্বুলেন্স ছুটবে রোগী নিয়ে
অ্যাম্বুলেন্স যখন রাস্তা দিয়ে রোগী নিয়ে হাসপাতালের দিকে ছোটে তখন এক তীব্র কর্কশ শব্দ করতে করতে যায়। এবার বদলে যাচ্ছে সেই শব্দ।
করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় দেশজুড়ে বিভিন্ন রাস্তায়, পাড়ায় একটি শব্দ কানে বেজেছে। অ্যাম্বুলেন্সের দৃষ্টি আকর্ষণী শব্দ। অ্যাম্বুলেন্স যে রোগী নিয়ে ছুটছে তা জানান দিতে এই বিশেষ হর্ন ব্যবহার করা হয়।
যে শব্দের সঙ্গে সকলে পরিচিত তো ছিলেনই, দ্বিতীয় ঢেউয়ের পর তা এখন কানে আরও বেশি করে বাজছে। সেই কর্কশ তীব্র শব্দ হয়তো আর আগামী দিনে শোনা যাবেনা। রোগী নিয়ে অ্যাম্বুলেন্স ছুটবে ঠিকই, তবে তা ছুটবে অন্য সুরের বোল তুলে।
কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গডকরী তেমনই ইঙ্গিত দিয়েছেন। দিল্লি-মুম্বই গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের কাজ কেমন এগোচ্ছে তা ঘুরে দেখার সময় এই ইঙ্গিত দেন তিনি। এমনকি গডকরী এটাও জানিয়েছেন এ বিষয়ে কাজ শুরু হয়েছে।
প্রশ্ন হল যদি অ্যাম্বুলেন্সের শব্দ বদলায় তাহলে তা বদলে কী হবে? শব্দ তো তাকে একটা করতেই হবে! জানা যাচ্ছে সেক্ষেত্রে অ্যাম্বুলেন্সের হর্ন হবে বাঁশির সুর।
না শুধু বাঁশির সুর বলেই নয়, তার সঙ্গে থাকবে হারমোনিয়াম, থাকবে তবলা, এমনকি থাকবে শাঁখের আওয়াজও। আর এই সব সুরেলা বাদ্যের তালে তালেই অ্যাম্বুলেন্স মুমূর্ষু রোগী নিয়ে ছুটে যাবে হাসপাতালের দিকে।
যা হয়তো একটা নতুন অধ্যায়ের সূচনা করবে। এমনকি ভারতে এটা চালু হলে তা বিশ্বের অন্য অনেক দেশের অ্যাম্বুলেন্সের শব্দ সম্বন্ধে ধারনা বদলে দিতে পারে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা