মহাত্মা গান্ধী ও রাখি সাওয়ান্তকে তুলনা করে সমালোচনার মুখে স্পিকার
একটি উদাহরণ দিতে গিয়ে মহাত্মা গান্ধীর সঙ্গে অভিনেত্রী রাখি সাওয়ান্তের তুলনা টেনে এবার সমালোচনার ঝড়ের মুখে পড়তে হল এক রাজ্যের বিধানসভার স্পিকারকে।
হচ্ছিল সমাজের তথাকথিত পণ্ডিত মানুষজনকে নিয়ে একটি সম্মেলন। সেখানেই বক্তব্য রাখতে ওঠেন উত্তরপ্রদেশ বিধানসভার স্পিকার হৃদয় নারায়ণ দীক্ষিত।
বিজেপির তরফে এই সম্মেলনের আয়োজন করা হয়েছিল উন্নাও জেলার বাঙ্গারমাউ বিধানসভা কেন্দ্রে। প্রবুদ্ধ বর্গ সম্মেলন নামে এই আয়োজনে বক্তব্য রাখছিলেন স্পিকার।
সেখানে তিনি বলেন, মহাত্মা গান্ধী কম পোশাক পরতেন। কেবল একটি ধুতি জড়িয়ে রাখতেন তিনি। দেশ তাঁকে বাপু বলত। যদি কেউ এভাবে কেবল পোশাক কম পরেই মহান হতেন তাহলে তো রাখি সাওয়ান্ত মহাত্মা গান্ধীর চেয়েও মহান হতেন।
তাঁর বক্তব্যের ভিডিও হুহু করে ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। সমালোচনার ঝড়ও ওঠে। এরপরই স্পিকার হৃদয় নারায়ণ দীক্ষিত বিষয়টিকে নিয়ে মুখ খোলেন।
তিনি ট্যুইট করে লেখেন, এই সম্মেলনের আয়োজকরা তাঁকে একজন বিখ্যাত লেখক হিসাবে পরিচয় করান। তিনি জীবনে ৬ হাজারের ওপর বই পড়েছেন। বই লিখেছেনও।
তাঁর মতে, এভাবে একটা দুটো বই লিখেই কেউ মহান হয়ে যান না। পণ্ডিতও হয়ে যান না। সেটাই তিনি বোঝানোর চেষ্টা করেছেন।
তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে সত্যিই যদি কম পোশাক পরেই মহান হওয়া যেত তাহলে তো রাখি সাওয়ান্ত মহাত্মা গান্ধীর চেয়েও বেশি মহান হয়ে যেতেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা