পোষ্যকে আরামে নিয়ে যেতে আড়াই লক্ষ টাকার টিকিট কাটলেন এক ব্যক্তি
মাত্র ২ ঘণ্টার বিমান যাত্রা। সেজন্য আড়াই লক্ষ টাকা খরচ করলেন এক ব্যক্তি। তাঁর পোষা কুকুরটির যাতে যাত্রাপথে কোনও অসুবিধা না হয় সেজন্য।
পোষা প্রাণির প্রতি ভালবাসা নতুন নয়। যে কোনও জীবে প্রেমই কাঙ্ক্ষিত। সেই ভালবাসা এবার একদম অন্য ভাবে প্রকাশ করলেন এক ব্যক্তি।
তিনি নিজে মুম্বই থেকে চেন্নাই যাবেন বলে বিমানের টিকিট কাটেন। সঙ্গে যাবে তাঁর পোষা একটি কুকুর। সেই কুকুরেরও টিকিট লাগবে।
এয়ার ইন্ডিয়া এখন বিমানে পোষ্য নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে। তবে শর্ত আছে। সে যে শর্তই থাক তাতে ওই ব্যক্তির কিছু আসে যায়নি। কারণ বিমানের বিজনেস ক্লাসের সব সিটের টিকিট তিনি একাই কিনে নেন।
সাধারণত মানুষ ইকোনমি ক্লাসেই যাত্রা করেন। বিজনেস ক্লাসে যাত্রা করেন তথাকথিত ধনীরা। কারণ মুম্বই থেকে চেন্নাই যাওয়ার জন্য এয়ার ইন্ডিয়ার বিমানে বিজনেস ক্লাসের একটি টিকিটের দাম পড়ে ১৮ হাজার থেকে ২০ হাজার টাকা।
যে বিমানটির বিজনেস ক্লাসের টিকিট ওই ব্যক্তি কিনে নেন সেই বিমানে বিজনেস ক্লাসের জন্য বরাদ্দ ১২টি সিট। সেই ১২টি সিটের টাকাই তিনি একা দিয়ে দেন।
নিজে একা গেলে তিনি হয়তো বিজনেস ক্লাসে যাত্রা করতেন ঠিকই, কিন্তু একটাই টিকিট কাটতেন। এক্ষেত্রে ১২টি টিকিটই তিনি একা কিনে নেন কারণ তিনি চেয়েছিলেন পুরো বিজনেস ক্লাসের কেবিনে যেন বাইরের কেউ না থাকেন। তিনি এবং তাঁর পোষ্য যাতে নিজেদের মত যাত্রা করতে পারেন।
পোষা কুকুরটির যাতে কোনও সমস্যা না হয় সেজন্যই তিনি সব টিকিট কেটে নেন বলে জানা গেছে। শুধু কুকুরের যাতে সমস্যা না হয় সেজন্য আড়াই লক্ষ টাকা খরচ করে ২ ঘণ্টার যাত্রার খবর হৈচৈ ফেলে দিয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা