ঘটনাটা সামনে আসে একটি ভাইরাল ভিডিও থেকে। কয়েকজন শিশু সহ এক ব্যক্তি প্লাস্টিকের ভাতের তৈরি বল দিয়ে খেলা করছে। বলটা প্লাস্টিকের বলের মত লাফাচ্ছে। উত্তরাখণ্ডের হলদওয়ানি জেলায় ঘটা এই ঘটনার পর নড়েচড়ে বসে প্রশাসন। অভিযোগ এই জেলার অনেক চাল বিক্রেতাই দামী চাল বলে চুটিয়ে প্লাস্টিকের চাল চড়া দামে বেচে চলেছেন। বিষয়টি প্রশাসনও হাল্কাভাবে নিচ্ছে না। ইতিমধ্যেই অভিযোগের তদন্ত শুরু হয়েছে। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছে প্রশাসন। এরমধ্যেই অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় প্লাস্টিকের চাল নিয়ে গুজব ছড়িয়েছে। এখানে নাকি বহু দোকানেই প্লাস্টিকের চাল বিক্রি হচ্ছে বলে অভিযোগ। অভিযোগ খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন। এদিকে বেঙ্গালুরুতে ছড়িয়েছে নতুন অভিযোগ। সেখানে নাকি অনেক দোকানে প্লাস্টিকের চিনি বিক্রি হচ্ছে। সোশ্যাল মিডিয়াতেও এই অভিযোগ করেছেন অনেকে। প্লাস্টিকের চিনির অভিযোগও খতিয়ে দেখছে প্রশাসন।