মিষ্টির দোকানের প্যাকেটেই কি লুকিয়ে আছে মহন্তের মৃত্যু রহস্যের কিনারা
একটি নেহাতই মামুলি মিষ্টির দোকানের প্যাকেট। কিন্তু সেই প্যাকেটটাই এখন ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মহন্ত নরেন্দ্র গিরির অস্বাভাবিক মৃত্যু রহস্যে।
আখড়া পরিষদের প্রধান মহন্ত নরেন্দ্র গিরির অস্বাভাবিক মৃত্যুর কিনারা করতে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। তদন্তকারীরা প্রতিটি দিক খতিয়ে দেখছেন।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে বা যাঁরা এই মৃত্যুর সঙ্গে জড়িত তাঁদের রেয়াত করা হবেনা। ফলে তদন্তকারীরা এখন উঠেপড়ে লেগেছেন মৃত্যু রহস্যের কিনারা করতে। আর তা করতে গিয়ে একটি মিষ্টির দোকানের প্যাকেট এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
সংবাদ সংস্থা জানাচ্ছে যে প্যাকেটটি পাওয়া গিয়েছে তা মিষ্টির বাক্সের ক্যারি ব্যাগ। যা পাওয়া গিয়েছে মহন্তের ঘর থেকে। যার ওপর লেখা আছে বাবা সুইট শপ, আলোয়ার (রাজস্থান)।
আলোয়ারের বিখ্যাত কালাকাঁদের দোকানের প্যাকেট সেটি। প্যাকেটটি ফাঁকা অবস্থায় পাওয়া গিয়েছে। তার ভিতর কোনও মিষ্টির বাক্স ছিলনা।
তদন্তকারীদের বেশ কিছু বিষয় নিয়ে খটকা রয়েছে। প্রশ্ন উঠছে ওই ব্যাগে কি মিষ্টিই এসেছিল, নাকি মিষ্টির ব্যাগকে সামনে রেখে অন্য কিছু আনা হয়েছিল? কে সেই ব্যাগ এনেছিল? কে সেই মিষ্টির দোকানের প্যাকেট এনেছিল? তাতে যদি মিষ্টিই আনা হয়ে থাকে তাহলে তা গেল কোথায়?
আলোয়ার থেকে কে এসেছিল প্যাকেট নিয়ে? আদৌ কি ওই প্যাকেটের সঙ্গে মহন্তের মৃত্যুর কোনও যোগ আছে? প্রসঙ্গত মহন্ত নরেন্দ্র গিরি জন্মসূত্রে আলোয়ারের।
এদিকে বাগাম্ভরী মঠের আবাসিকরা কিন্তু ওই ব্যাগ নিয়ে প্রশ্নের উত্তরে কেবল জানিয়েছেন তাঁদের জানা নেই যে গত কয়েক সপ্তাহের মধ্যে আলোয়ার থেকে কেউ মহন্তের সঙ্গে দেখা করতে এসেছিলেন।
এখন প্রশ্ন উঠছে তাই যদি হয় তাহলে ওই প্যাকেট এল কোথা থেকে? সেই প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা