ঋণে জর্জরিত ব্যক্তিকে রাতারাতি কোটিপতি বানাল স্বপ্নের দল
পেশায় তিনি ক্ষৌরকার। সারাদিন মানুষের চুল কেটে যে রোজগার হয় তাতে টেনেটুনে সংসার চলে যায়। রয়েছে মোটা অঙ্কের ঋণ। সব দুঃখ মিটল এক রাতে।
দরিদ্র পরিবারে একমাত্র রোজগার তাঁর হাত ধরে। পেশায় ক্ষৌরকার অশোক কুমারের বাজারে ধারদেনাও অনেক। সেসব ওই ক্ষৌরকারের কাজ করেই মেটানোর চেষ্টা চালাচ্ছিলেন তিনি। তবু ধার থেকেই যাচ্ছিল।
এদিকে আইপিএল তাঁর খুব শখের বিনোদন। শুধু দেখেনই না রীতিমত খরচ করে প্রতিযোগিতায় অংশ নেন। আইপিএল-এর চেন্নাই বনাম কলকাতা ম্যাচে স্বপ্নের দল তৈরির প্রতিযোগিতায় তিনি ৫০ টাকা খরচ করে নাম লেখান। তারপর তাঁর পছন্দের স্বপ্নের দল বানান। যা বাস্তবে জয় এনে দেয় চেন্নাইকে।
চেন্নাইয়ের সেই জয়ের খবর সকলে জানেন ঠিকই, তবে অশোক কুমারের লটারি জেতার খবর কেউ রাখেন না। ওইদিন কিন্তু স্বপ্নের দল তৈরি করে অশোক জিতে নেন ১ কোটি টাকা!
বিহারের মধুবনী জেলার বাসিন্দা অশোক কুমার জানান, তাঁর কাছে খেলা শেষ হওয়ার কিছুক্ষণ পরই ফোন আসে। সেখানে তাঁকে জানানো হয় তিনি ১ কোটি টাকা জিতেছেন। ২ দিনের মধ্যে করের টাকা কেটে ৭০ লক্ষ টাকা তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেলে দেওয়া হবে।
এটা শোনার পর থেকে তিনি আর ঘুমোতে পারেননি। অশোক কুমার স্থির করেছেন প্রথমেই তিনি ওই টাকা দিয়ে তাঁর সব ধারদেনা মিটিয়ে দেবেন। তারপর পরিবারের জন্য একটি বাড়ি বানাবেন।
যদিও অশোক কুমারের এই সাফল্যের পিছনে রয়েছে সম্পূর্ণ কপাল ঠুকে ফাটকা লড়ার খেলা। যাতে তিনি টাকা জিতেছেন ঠিকই, তবে অনেকের প্রতিযোগিতায় অংশ নেওয়ার টাকা ফেরত আসেনা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা