চুরি করার মত কিছু না পেয়ে দরজায় চিঠি ঝুলিয়ে গেল বিরক্ত চোর
চুরি করার জন্য বাড়িতে ঢুকেছিল সে। কিন্তু বাড়িতে কিছু না পেয়ে বিরক্ত হয়ে একটি চিঠি বাড়ির দরজায় লাগিয়ে দিয়ে যায়। সেই চিঠি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তে সময় নেয়নি।
প্রায় ১৫ দিন হল বাড়িটা বন্ধই পড়েছিল। দরজায় ঝুলছিল তালা। বিষয়টি নজর এড়ায়নি এক চোরের। তক্কে তক্কে ছিল সে। তারপর মওকা বুঝে সেই তালাবন্ধ বাড়িতে ঢুকে পড়ে।
কেউ বাড়িতে নেই। ফলে সময় নিয়ে সে সর্বত্র খুঁজে দেখে সোনাদানা, গয়নাগাটি বা টাকাকড়ি কোথাও রয়েছে কিনা। গোটা বাড়ি তছনছ করে সে খুঁজে দেখে সব জায়গা। তারপর এক সময় হতাশ হয়।
বাড়িতে চুরি করার মত কিছুই নেই! কি চুরি করবে সে! বাড়িটিও যে সে লোকের নয়। খোদ ডেপুটি কালেক্টরের সরকারি কোয়ার্টার। পেল্লায় বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও কিছু না পেয়ে চরম বিরক্ত হয় চোর।
সে যে কতটা বিরক্ত তা বোঝাতে বিফল মনোরথে ফেরার আগে একটি চিঠিতে নিজের বিরক্তি প্রকাশ করে যায়। বাড়ির দরজায় সে একটি চিঠি লেপ্টে দিয়ে যায়। যাতে লেখা ছিল, যদি পয়সাকড়ি না থাকে তাহলে ডেপুটি কালেক্টরের বাড়িতে তালা ঝোলানোর কি দরকার ছিল!
চোরের এই হতাশার চিঠি দ্রুত ছড়িয়ে পড়ে। মধ্যপ্রদেশের দেওয়াস শহরের ডেপুটি কালেক্টর ত্রিলোচন গৌড় বাড়িতে দিন ১৫ ছিলেন না। ফিরে এসে তিনি পুলিশে একটি অভিযোগ দায়ের করেন।
সেখানে তিনি দাবি করেছেন তাঁর বাড়িতে থাকা কিছু টাকা এবং রূপোর গয়না চুরি গেছে। সব মিলিয়ে চুরির অঙ্ক ৩০ হাজার টাকার কাছাকাছি। তাছাড়া বাড়ি তছনছ করেছে চোর। পুলিশ ওই চোরের খোঁজ শুরু করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা