ডাকাতদের পিছনে পুলিশের গাড়ির টানটান ধাওয়া, উদ্ধার কোটি টাকা
ডাকাতদের গাড়ি ছুটছে প্রবল গতিতে। পিছনে ধাওয়া করছে পুলিশ। একদম ফিল্মি ক্লাইম্যাক্স যাকে বলে। এভাবেই ধাওয়া করে উদ্ধার হল ১ কোটির ওপর টাকা।
সোমবার দুপুর সওয়া ১টা। পুলিশের কাছে খবর আসে রাস্তার ওপর ডাকাতি হয়েছে। ডাকাতরা এটিএম-এ টাকা ভরার গাড়ি রাস্তার মাঝে দাঁড় করিয়ে সেখান থেকে ১ কোটি ৩০ লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছে।
পুলিশের কাছে এটাও খবর আসে যে ডাকাতরা অন্য একটি গাড়িতে টাকা তুলে নিয়ে পালায়। এটিএম এ টাকা ভরার যে বেসরকারি সংস্থার গাড়ি, সেটি ফেলে যায়।
দ্রুত সব পুলিশ স্টেশনে খবর হয়ে যায়। সব রাস্তায় নজরদারি শুরু হয়। সোমবার ওড়িশার কটকের আথাগড় এলাকায় এই ঘটনা ঘটে। এটিএম-এ টাকা ভরার গাড়িতে থাকা সুরক্ষাকর্মীদের কাছ থেকে বন্দুক কেড়ে টাকা নিয়ে পালায় ডাকাতরা।
ডাকাতরা যে গাড়িতে করে পালায় সেটি অবশেষে পুলিশ দেখতে পায় ঢেঙ্কানল সদরের কাছে। পুলিশ দ্রুত গাড়িটিকে ধাওয়া করা শুরু করে।
পুলিশের গাড়ি ধাওয়া করছে এটা জানতে পেরে গাড়ি আরও জোরে ছোটাতে থাকে ডাকাতরা। শুরু হয় চোর পুলিশের গাড়ির গতির লড়াই। ফিল্মি কায়দায় শুরু হয় গাড়ির রেস।
অবশেষে শেষ হাসি হাসে পুলিশই। তবে গাড়িতে থাকা ৪ ডাকাতের মধ্যে ৩ জনকেই কেবল পাকড়াও করতে সমর্থ হয় পুলিশ। অন্যজন কিছু টাকা নিয়ে চম্পট দেয়। ফলে পুলিশ ১ কোটি ৫ লক্ষ টাকাই উদ্ধারে সমর্থ হয়। চতুর্থ ডাকাত ও তার সঙ্গে থাকা টাকার খোঁজে তন্নতন্ন করে তল্লাশি চালাচ্ছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা