বিজেপি প্রার্থী পেলেন সাকুল্যে ১টি ভোট, ভোট পেলেননা বাড়ির লোকেরও
তাঁকে নিয়ে বাড়ির সদস্য সংখ্যা ৫ জন। অথচ এক বিজেপি প্রার্থী নির্বাচনে পেলেন মাত্র ১টি ভোট। যা নিয়ে কটাক্ষের ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায়।
প্রচারে এতটুকু খামতি দেননি তিনি। প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী, সকলের ছবি সামনে রেখে প্রচার চালিয়েছেন। দিন রাত ঘুরে বেড়িয়েছেন নিজের নির্বাচনী কেন্দ্রে। খুব বড় নির্বাচনী কেন্দ্রও নয়।
পঞ্চায়েত নির্বাচনে তামিলনাড়ুর কোয়েম্বাটোর জেলার একটি কেন্দ্র থেকে ভোটে লড়েন বিজেপি প্রার্থী ডি কার্তিক। বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন। সঙ্গে ছিল গেরুয়া শিবিরের ছাপ।
পদ্মে ভোট দেওয়ার জন্য প্রত্যেকের কাছে হাত জোর করে অনুরোধ করেছিলেন। একজন প্রার্থী হিসাবে যা করার করেছিলেন তিনি। কিন্তু ভোটের ফল বের হতে কার্যত হৈচৈ পড়ে যায়। দেখা যায় তিনি মাত্র ১টি ভোট পেয়েছেন।
আরও তাজ্জব বিষয় হল তাঁর বাড়ির সদস্য সংখ্যাই তাঁকে ধরে ৫ জন। যদি কার্তিক নিজের ভোট নিজেকে দিয়ে থাকেন তাহলে বাড়ির বাকি ৪ জনও তাঁকে ভোট দেননি। এটাই পরিস্কার হচ্ছে ফলাফলে। বাড়ির বাইরের মানুষজনের কথা না হয় বাদই দেওয়া গেল!
বিজেপির টিকিটে ভোটে লড়ার পর এমন ফলাফল কার্যত ইতিহাস গড়েছে। সোশ্যাল সাইটে রীতিমত কটাক্ষের বন্যা বইছে। কার্যত নির্দল প্রার্থী বা নোটাও এর চেয়ে বেশি ভোট পায়। ১ ভোট পাওয়া মানে জামানত জব্দও বটে।
বিজেপির টিকিটে দাঁড়িয়ে এমন ভয়ংকর ফল কেন? প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কার্যত কাউকেই পাওয়া যাচ্ছে না। তামিলনাড়ুর বিজেপি সভাপতিকে ধরার চেষ্টা করলেও তাঁর সঙ্গে যোগাযোগ করে উঠতে পারেনি সংবাদ সংস্থা আইএএনএস। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা