এবার বেপরোয়া গতিতে বিসর্জনের মিছিলে ঢুকে পড়ল গাড়ি
বেপরোয়া গতিতে গাড়ি ঢুকে পড়া কি এখন নিত্যদিনের ঘটনা হয়ে গেছে? হয়তো তাই। লখিমপুর খেরি, যশপুরের পর এবার ভোপালে বিসর্জনের মিছিলে ঢুকল বেপরোয়া গাড়ি।
লখিমপুর খেরির ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। এরপর ছত্তিসগড়ের যশপুরে দশেরার মিছিলে ঢুকে পড়ে একটি প্রবল গতিতে থাকা গাড়ি। ওই ঘটনা ৪ জনের প্রাণ কেড়ে নেয়। গাড়িটিকে ধাওয়া করে ধরে জনতা।
গাড়িতে থাকা ২ জনকে ব্যাপক মারধরের পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়। গাড়ি থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণে গাঁজা। সেই ঘটনার পর পরই ফের বেপরোয়া গতির গাড়ি ঢুকে পড়ল ভিড়ে। এবার ঢুকল দুর্গাপুজোর ভাসানে।
মধ্যপ্রদেশের ভোপালের রেলস্টেশনের সামনের রাস্তা ধরে দুর্গা প্রতিমা বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় একটি গাড়ি আচমকা প্রবল গতিতে ব্যাক করতে থাকে। পিছনের দিকে ছুটে চলা গাড়িটিকে দেখে বিসর্জনে অংশ নেওয়া মানুষজন ছিটকে সরে যেতে থাকেন। বাঁচাতে থাকেন নিজেদের। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি।
এক কিশোরকে পিছনে ছুটতে থাকা গাড়িটি টেনে নিয়ে যায়। পরে ওই কিশোরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তার অবস্থা আশঙ্কাজনক।
গত শনিবার রাতে ঘটা এই ঘটনায় এক পুলিশ কনস্টেবলও আহত হন। তাঁর পায়ে গুরুতর আঘাত লেগেছে। পুলিশ ওই গাড়ির চালককে খোঁজার জন্য সিসিটিভি-র আশ্রয় নিচ্ছে।
যাঁরা ঘটনাস্থলে মোবাইলে ভিডিও করছিলেন তাঁদের কাছ থেকেও ভিডিওগুলি চাওয়া হয়েছে। একের পর এক গতিতে থাকা গাড়ি এভাবে ভিড়ে ঢুকে পড়ার ঘটনা আতঙ্কের সৃষ্টি করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা