৯ লক্ষ মাটির প্রদীপে সেজে উঠবে গোটা শহর
দীপাবলি উপলক্ষে প্রতি বছরই মাটির প্রদীপে সেজে ওঠে গোটা শহর। এবারও তার অন্যথা হবে না। এবার কত লক্ষ প্রদীপ ব্যবহার হবে তা জানাল প্রশাসন।
দীপাবলি উপলক্ষে অযোধ্যা শহর আলোয় আলোয় সেজে ওঠে। সেজে ওঠে মাটির প্রদীপের সারিতে। সরযূ নদীর ধার ধরে বাঁধানো ঘাটে সেই সারি সারি প্রদীপ যখন সন্ধে নামলে জ্বলে ওঠে তখন গোটা শহরটার রূপই বদলে যায়।
এবার দীপাবলিতে কত মাটির প্রদীপে সাজবে শহর? সে প্রশ্নের উত্তরে আগে যোগী আদিত্যনাথ সরকার জানিয়েছিল শহর সাজবে সাড়ে ৭ লক্ষ প্রদীপে। তা তারা পরিবর্তন করল। এবার আরও বাড়ল প্রদীপের সংখ্যা।
সরকারের তরফে জানানো হয়েছে সাড়ে ৭ লক্ষ নয়, ৯ লক্ষ মাটির প্রদীপের আলো জ্বলে উঠবে ৩ নভেম্বর। তাতেই সেজে উঠবে অযোধ্যা শহর। যাকে উৎসবের রূপ দেওয়া হয়েছে কয়েক বছর আগে। এই মাটির প্রদীপে সেজে ওঠাকে নাম দেওয়া হয়েছে দীপোৎসব।
অযোধ্যার সেই প্রদীপের আলোয় সেজে ওঠার পাশাপাশি এবার আরও একটি প্রকল্প হাতে নিয়েছে উত্তরপ্রদেশ সরকার। ৯ লক্ষ প্রদীপে অযোধ্যা সেজে ওঠার পাশাপাশি আরও ৪৫ লক্ষ প্রদীপে সাজবে রাজ্যের বিভিন্ন অংশ।
সরকারি প্রকল্প থেকে যাঁরা উপকৃত হয়েছেন এমন মানুষজন এই প্রদীপ জ্বালাবেন দীপাবলি উপলক্ষে। এক্ষেত্রে তাঁদের বেছে নেওয়া হবে যাঁরা প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী আবাস যোজনায় বাড়ি পেয়েছেন। তেমন ৪৫ লক্ষ বাড়িতে প্রদীপ জ্বালানো হবে বলে জানিয়ে দিয়েছে সরকার।
তবে এই প্রকল্পের কথা লখনউতে এসে আগেই জানিয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। তিনি মানুষের কাছেই জানতে চেয়েছিলেন যাঁরা বাড়ি পেয়েছেন তাঁরা কি এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত? যদি হন তাহলে বাড়িতে একটি করে প্রদীপ জ্বালবেন তাঁরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা