রাম রহিমের আজীবন কারাবাসের নির্দেশ, এবার তৃতীয় সাজা
স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিং-এর এবার আরও একটি সাজা যোগ হল। এর আগেই ২টি সাজা কাটছে সে। এবার তৃতীয় সাজার কোপ নামল তার ওপর।
ডেরা সচ্চা সৌদা-র প্রধান স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিং-কে আজীবন কারাবাসের সাজা শোনাল হরিয়ানার পঞ্চকুলার বিশেষ সিবিআই আদালত। ২০০২ সালে তারই সংগঠনের ম্যানেজার রঞ্জিত সিংয়ের হত্যায় তাকে দোষী সাব্যস্ত করে আদালত।
এদিন রাম রহিমকে আজীবন কারাবাসের সাজা ঘোষণার সময় আদালত চত্বরে ভিড় ছিল যথেষ্ট। তবে রাম রহিম হাজির ছিল না। তাকে জেল থেকে ভার্চুয়াল মাধ্যমে আদালতে উপস্থিত রাখা হয়।
রাম রহিমের বিরুদ্ধে অভিযোগ ছিল বেশকিছু গোপন তথ্য সম্বন্ধে জেনে যাওয়ার পর ম্যানেজার রঞ্জিত সিংকে সে ঠান্ডা মাথায় হত্যা করে।
রঞ্জিত সিংয়ের পরিজনেরা এদিনের রায়ের পর খুশি ব্যক্ত করেছেন। তাঁদের মতে প্রায় ২০ বছর পর তাঁরা অবশেষে ন্যায় বিচার পেলেন।
এই সাজার আগেই অবশ্য ২টি মামলায় সাজা ভোগ করছে রাম রহিম। তার ২ শিষ্যার সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক তৈরির দায়ে তার ২০ বছরের জেল হয়েছে। সেইসঙ্গে আরও ১টি মামলায় এক সাংবাদিককে হত্যার দায়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। সেই সাজাও ভোগ করছে রাম রহিম। এবার এই ২ সাজার সঙ্গে যুক্ত হল এদিনের সাজা।
আপাতত রোহতক জেলেই কারাবন্দি অবস্থায় রয়েছে রাম রহিম। ৩টি সাজার পর সারাজীবন তাকে জেলেই কাটাতে হবে এটা পরিস্কার। রঞ্জিত সিং হত্যা মামলায় সিবিআই রাম রহিমের মৃত্যুদণ্ড চেয়েছিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা