এক বিধায়ক কীভাবে এমন যুক্তি দেখালেন, বইছে সমালোচনার ঝড়
এক বিধায়ক এমন কথা বলতে পারলেন কীভাবে? আপাতত সেই প্রশ্নই উঠতে শুরু করেছে। এক মহিলা বিধায়কের থানায় বসে বক্তব্য প্রশ্নের মুখে।
আগের রাতে তাঁর কয়েকজন পরিজনকে গ্রেফতার করে পুলিশ। সকলেই তরুণ বয়সের। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে তাঁদের গ্রেফতার করে পুলিশ। গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়। আর সেই চালান পাঠিয়ে দেওয়া হয় গাড়ির মালিকের কাছে।
গাড়ির মালিক স্থানীয় বিধায়ক। মহিলা বিধায়ক মীনা কানওয়ার পরদিন সকালেই স্বামীকে সঙ্গে করে থানায় হাজির হন। তারপর তাঁর পরিজনদের ছাড়ার দাবিতে থানার মেঝেতেই বসে পড়েন। ধর্না শুরু করেন তাঁরা।
পুলিশ বোঝানোর চেষ্টা করে তাঁদের। সেই সময় ওই কংগ্রেস বিধায়ক মীনা কানওয়ারকে বলতে শোনা যায় আজকাল ছোটরা তো মদ্যপান করে। সকলের সন্তানই করে।
এক বিধায়ক এমন কথা কীভাবে বলতে পারলেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তিনি কম বয়সীদের মদ্যপানকে সমর্থনই করে ফেললেন তাঁর বক্তব্যে বলে মনে করা হচ্ছে।
মীনা এটাও যুক্তি দেখান যে সব ছোটরাই যখন মদ্যপান করছে তখন কেবল তাঁর পরিজনদের কেন গ্রেফতার করা হবে? তাঁদের তো ছেড়ে দেওয়া উচিত।
ওই বিধায়কের স্বামী আবার পুলিশকে কার্যত হুমকি ছুঁড়ে দিয়েছেন। তিনি প্রশ্ন করেন যেখানে স্থানীয় বিধায়ক মেঝেতে বসে আছেন সেখানে কীভাবে পুলিশ চেয়ারে বসে আছে?
তিনি এও বলেন যে পুলিশ আধিকারিকদের এর ফল ভোগ করতে হবে। বিধায়কের এই কাণ্ড নিয়ে রীতিমত হৈচৈ শুরু হয়ে গেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা