মন্দির সাজাতে মুখ্যমন্ত্রী ১ কেজি ও দেশের অন্যতম ধনী দিচ্ছেন ৫ কেজি সোনা
মন্দির সারাইয়ের কাজ হয়ে গেছে। এবার সেখানে হবে সোনার পাতের কাজ। এজন্য তাঁর তরফ থেকে ৫ কেজি সোনা দিলেন দেশের অন্যতম ধনী ব্যবসায়ী।
মন্দিরটিকে সবে সারিয়ে তোলা হয়েছে। এবার সেখানে সোনার পাতের কাজ হবে। এজন্য দরকার মোট ১২৫ কেজি সোনা। যা প্রাথমিকভাবে রিজার্ভ ব্যাঙ্কের কাছ থেকে কেনার কথাই ভাবছে তেলেঙ্গানা সরকার।
তেলেঙ্গানার ইয়াদাগিরিকুট্টা শহরে অবস্থিত এই মন্দির পরিচিত ইয়াদাদরি মন্দির বা শ্রী লক্ষ্মী নরসিংহ স্বামী মন্দির নামে।
এই মন্দির সারাইয়ের পর সেখানে উপস্থিত হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও জানান তিনি ও তাঁর পরিবার এই মন্দিরে সোনার পাতের কাজের জন্য ১ কেজি সোনা দান করবেন। তিনি এও জানান যে মন্দিরের পুরো সোনার কাজের জন্য ১২৫ কেজি সোনা লাগবে।
মুখ্যমন্ত্রী এই কথা ঘোষণার পর হায়দরাবাদের দ্বিতীয় ধনী ব্যক্তি তথা ভারতের ৫৮ তম ধনী ব্যক্তি পার্থসারথি রেড্ডি ঘোষণা করলেন তিনি তাঁর ও তাঁর পরিবারের তরফ থেকে মন্দিরের জন্য ৫ কেজি সোনা দান করবেন।
হেটেরো গ্রুপের কর্ণধার পার্থসারথি রেড্ডি কদিন আগেই খবরে উঠে এসেছিলেন। তাঁর সংস্থায় আয়কর বিভাগ হানা দেয়।
এদিকে তেলেঙ্গানার এই মন্দির সোনা দিয়ে সাজাতে তেলেঙ্গানা সরকারের মন্ত্রী, সাংসদ, ৬ বিধায়ক ও টিআরএস-এর অনেক নেতা মিলে ১৪ কেজি সোনা দান করার কথা জানিয়েছেন।
এভাবে দান থেকে যা সোনা সংগ্রহ হবে তা বাদ দিলে যে সোনার প্রয়োজন পড়বে তা রিজার্ভ ব্যাঙ্কের কাছ থেকে কেনার কথা ভাবছে তেলেঙ্গানা সরকার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা