৫০ পয়সায় টিশার্ট, ভিড়ের ধাক্কায় দোকান বন্ধ করিয়ে দিল পুলিশ
মাত্র ৫০ পয়সায় পাওয়া যাবে একটি নতুন টিশার্ট। এই অফার পেতে দোকানে উপচে পড়ল ভিড়। ভিড়ের ধাক্কায় দোকান বন্ধ করিয়ে দিল পুলিশ।
৫০ পয়সার কয়েন কেমন দেখতে হয় তাই ভুলতে বসেছেন মানুষ। কোনও ব্যবহারই নেই তার। কিন্তু সেই আটআনার কয়েনের ধাক্কাতেই এদিন পুলিশ বন্ধ করিয়ে দিল একটি দোকান। প্রথম দিনেই দোকান বন্ধ করতে বাধ্য হলেন মালিক।
বৃহস্পতিবার সকালে একটি দোকানের উদ্বোধন হয়। তার আগেই গোটা শহর জুড়ে ছড়িয়ে পড়েছিল যে উদ্বোধনের দিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত গ্রাহকরা স্টক থাকা পর্যন্ত মাত্র ৫০ পয়সা খরচ করে একটি নতুন টিশার্ট পাবেন।
বড় বড় ব্যানার টাঙিয়ে এই অফার ঘোষণা করা হয়েছিল। হোয়াটসঅ্যাপেও ছড়িয়ে পড়েছিল এই অফারের কথা। ফলে বৃহস্পতিবার সকাল হওয়ার আগেই বহু মানুষ তৈরি ছিলেন এই অফার কাজে লাগিয়ে টিশার্ট সংগ্রহ করতে।
সকাল ৯টায় দোকান খুলতেই মানুষের ভিড় উপচে পড়ে। নিচের কাউন্টারে ৫০ পয়সা জমা দিয়ে দোতলায় গিয়ে টিশার্ট সংগ্রহ করতে হুড়োহুড়ি পড়ে যায়। রাস্তায় পর্যন্ত মানুষ ভিড় জমান মানুষ।
দোকানে ঢোকার অপেক্ষায় ছিলেন তাঁরা। সেই ভিড়ে রাস্তা বন্ধ হওয়ার যোগাড় হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। প্রবল ভিড় সামাল দেওয়া সম্ভব না হওয়ায় পুলিশ দোকানের মালিককে বাধ্য করে দোকান বন্ধ করতে। ফলে উদ্বোধনের কিছুক্ষণের মধ্যেই দোকানের শাটার পড়ে যায়।
পুলিশ জানায় ১টায় যেহেতু অফার শেষ তাই দোকান মালিক চাইলে ১টার পর দোকান খুলতে পারেন। তাই হয়। দোকান মালিক ১টার পর দোকান খোলেন। তখনও বহু মানুষ হাজির হন অফার পেতে। কিন্তু তাঁদের ফিরে যেতে হয়।
দোকান মালিক জানিয়েছেন তিনি উদ্বোধনী অফার হিসাবে ১ হাজার সুতির টিশার্ট রেখেছিলেন ৫০ পয়সায় দেওয়ার জন্য। কিন্তু মাত্র ১০০টি দেওয়ার পরই পুলিশ দোকান বন্ধ করিয়ে দেয়। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর তিরুচিতে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা