National

কংগ্রেসের হাতছাড়া অসম, কেরালা

National Newsপশ্চিমবঙ্গ ছাড়াও আরও ৪ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হল বৃহস্পতিবার। তামিলনাড়ুতে ফের ক্ষমতা ফিরেছে জয়ললিতার এআইএডিএমকে সরকার। ২৩৪টি আসনের মধ্যে তাদের দখলে গেছে ১২৬টি আসন। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়ার জন্য ১১৮টি ছিল ম্যাজিক অঙ্ক। জয়ললিতার দল তার চেয়ে ৮টি আসন বেশি পেয়েছে। অন্যদিকে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বি করুণানিধির ডিএমকের ঝুলিতে এসেছে ১০৫টি আসন। হেরে গেলেও জয়ললিতা সরকারকে জোড়াল টক্কর দিতে যে করুণানিধি সফল হয়েছেন তা মেনে নিচ্ছেন বিশেষজ্ঞেরা। জয়ের জন্য এদিন জয়ললিতাকে ফোন করে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

অন্যদিকে কংগ্রেসের জন্য বড় ধাক্কা অসম। অসমে ১৫ বছরের কংগ্রেস শাসনের ইতি হল এদিন। বিজেপি ঝড়ে কার্যত উড়ে গেছে তরুণ গগৈয়ের কংগ্রেস। ১২৬টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৮৭টাই নিজেদের পকেটে পুরেছে বিজেপি। কংগ্রেস পেয়েছে মাত্র ২৩টি আসন। এদিন বিপুল জয়ের পর বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বিজেপি নেতা সর্বানন্দ সোনোয়ালকে অভিনন্দন জানান তরুণ গগৈ। কেরালাতেও ধাক্কা খেয়েছে কংগ্রেস। কেরালায় সরকারে থাকা কংগ্রেস নেতৃত্বাধীন আইডিএফ জোটকে এদিন বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে বাম জোট লেফট ডেমোক্র্যাটিক ফ্রন্ট। ১৪০টি আসন বিশিষ্ট কেরালা বিধানসভায় ক্ষমতাসীন ইউডিএফ পেয়েছে ৪৭টি আসন। অন্যদিকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা আসতে চলা এলডিএফ পেয়েছে ৯১টি আসন। পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে কংগ্রেসের মুখরক্ষা করেছে কেবল পুডুচেরি। ৩০ টি বিধানসভা আসন বিশিষ্ট পুডুচেরি বিধানসভায় কংগ্রেস পেয়েছে ১৭টি আসন। প্রধান বিরোধী এনআরসি পেয়েছ ৮টি আসন। তামিলনাড়ুকে ম্যাজিক দেখালেও পুডুচেরিতে জয়ললিতার দল এআইএডিএমকে-র কপালে জুটেছে মাত্র ৪টি আসন।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button