কেন্দ্রীয় মন্ত্রীকে লক্ষ্য করে ছোঁড়া হল পচা ডিম
কেন্দ্রীয় মন্ত্রীকে লক্ষ্য করে পচা ডিম ছুঁড়লেন একটি ছাত্র সংগঠনের সদস্যরা। শুধু ডিমই নয়, কালিও ছোঁড়া হয় তাঁকে লক্ষ্য করে।
বিমানবন্দরে নেমে একটি অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল তাঁর। সেইমত বিমান থেকে নামেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনি। তারপর ভুবনেশ্বর বিমানবন্দর চত্বর ছেড়ে তাঁর গাড়ি বার হওয়ার সময় রাস্তায় বিক্ষোভ দেখাতে দেখা যায় ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া-র সদস্যদের।
কংগ্রেসি ছাত্র সংগঠনের সদস্যদের হাতে ছিল কালো পতাকা। মুখে ছিল স্লোগান। গো ব্যাক অজয় মিশ্র স্লোগান দিতে থাকেন তাঁরা।
এদিকে গাড়ি কিছুটা এগোতেই গাড়ি লক্ষ্য করে ডিম ছোঁড়া শুরু হয়। পচা ডিম এসে পড়তে থাকে কেন্দ্রীয় মন্ত্রীর দিকে। তাঁকে লক্ষ্য করে কালিও ছোঁড়া হয় ছাত্র সংগঠনের তরফে। পরিস্থিতি বুঝে দ্রুত এলাকা থেকে তাঁর গাড়ি বার করে নিয়ে যাওয়া হয়।
লখিমপুর খেরি কাণ্ডে মূল অভিযুক্ত অজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্র। ওই ঘটনার পরই এই কংগ্রেসি ছাত্র সংগঠন দাবি তুলেছিল কেন্দ্রীয় মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করতে হবে অজয় মিশ্রকে।
সংগঠন এটাও জানিয়ে দিয়েছিল যে যদি অজয় মিশ্র ইস্তফা না দেন আর তা সত্ত্বেও ওড়িশায় প্রবেশ করেন তাহলে তাঁকে অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়তে হবে।
ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়ার তরফে জানানো হয় তা সত্ত্বেও কেন্দ্রীয় মন্ত্রী ভুবনেশ্বরে আসায় তাঁকে লক্ষ্য করে ডিম ও কালি ছোঁড়া হয়। অজয় মিশ্র যদি ইস্তফা না দেন তাহলে তিনি যতবার ওড়িশায় আসবেন তাঁকে তাঁদের বিক্ষোভের মুখে পড়তে হবে বলে জানিয়েছেন ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া-র রাজ্য সভাপতি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা