কালো হয়ে গেল নদীর জল, কাল হল মাছদের
নদীর জল ক্রমশ কালো হয়ে গেল। আর সেই সেই কালো জলে বদলে যাওয়া নদীর মাছদের নিশ্চিন্ত জীবনে কার্যত কাল নেমে এল। জল কালোর কারণ যথেষ্ট চমকপ্রদ।
আর পাঁচটা নদীর মতই ছিল তার জল। কিন্তু গত ৩-৪ দিন ধরে ক্রমশ নদীর জলের রঙ বদলাচ্ছিল। কালো হয়ে যাচ্ছিল জল। নদীর জলের রঙ বদল তো তার আশপাশের বাসিন্দাদের অবাক করেইছিল, তার সঙ্গে চিন্তা বাড়িয়েছিল মাছের মড়ক। জল কালো হতে শুরু করার পর থেকেই দেখা যায় হাজার হাজার মাছ মরে যাচ্ছে নদীতে। শেষ হয়ে যাচ্ছে জলজ জীবন।
মনে হতেই পারে যে জলে কোনও বিষক্রিয়া হয়েছে কী? কোনও রাসায়নিকের কারণে এমনটা হচ্ছে কী? বিশেষজ্ঞেরা কিন্তু জানাচ্ছেন এমনটা নয়। মানুষের সৃষ্টি করা কোনও কারণে এই কাণ্ড হচ্ছেনা। বরং পুরোটাই প্রাকৃতিক কারণে হচ্ছে।
বিশেষজ্ঞেরা জানাচ্ছেন নদীর জল সমতলে নামার আগেই পাহাড় থেকে নেমে আসা ধসের কাদামাটি মিশেছে জলের সঙ্গে। তার সঙ্গে গাছপালাও ধসের সঙ্গে উপড়ে এসে মিশেছে জলে। জলে অনেককিছু দ্রবীভূত হয়ে গেছে। ফলে জলের রং গেছে বদলে।
জলে দৃশ্যমানতাও কমেছে। যা মাছদের সমস্যার কারণ হয়েছে। আর যেটা ভয়ংকর হয়েছে সেটা হল জলে অক্সিজেনের মাত্রা অনেকটা কমে গেছে এই ধস মিশে যাওয়ার কারণে। যার ফলেই এত মাছের মৃত্যু হয়েছে।
অরুণাচল প্রদেশের কামেং নদীতে ঘটা এই ঘটনা এখন বিশেষজ্ঞদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। কীভাবে নদীর জলজ জীবনকে রক্ষা করা যায় তার পথ খুঁজতে দিবারাত্র এক করে ফেলছেন তাঁরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা