জানালা দিয়ে পানের পিক ফেলায় প্রাণ গেল হকারের
জানালা দিয়ে পানের পিক ফেলার জেরে যে প্রাণটাই খোয়াতে হবে তা বোধহয় স্বপ্নেও ভাবতে পারেননি এক হকার। কিন্তু সেইটাই হয়েছে। যা সকলকে হতবাক করে দিয়েছে।
জামাকাপড় বেচে দিন গুজরান করতেন তিনি। সারাদিন রাস্তায় জামাকাপড়ের ডালা সাজিয়ে বিক্রির পর রাতে বাড়ি ফিরে নিজের খাবার নিজেই রেঁধে নিতেন তিনি। গত রবিবার রাতেও তিনি একইভাবে রান্না করছিলেন।
রাত তখন ১০টা। রান্নার সময় মুখে ছিল পান। পান চিবোতে চিবোতেই রান্না করছিলেন নবাব হাসান। পান চিবোলে পানের পিক তৈরি হয় মুখের মধ্যে।
সেই পানের পিক নবাব জানালা দিয়ে বাইরে থুতু ফেলার মত ফেলেন। যার কিছু অংশ গিয়ে পড়ে জানালার কাছেই দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির গায়ে।
গায়ে পানের পিক পড়ায় বেজায় চটে যায় ওই ব্যক্তি। সোজা ঢুকে আসে নবাবের ঘরে। ২ জনের মধ্যে পানের পিক ফেলাকে কেন্দ্র করে ঝগড়া বেঁধে যায়।
অভিযোগ সে সময় ওই ব্যক্তি পকেট থেকে বন্দুক বার করে খুব কাছ থেকে নবাবকে গুলি করে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন নবাব। তাঁর বুকে গুলি লাগে। গুলি করে সেখান থেকে চম্পট দেয় ওই ব্যক্তি।
এদিকে গুলির শব্দ ও নবাবের চিৎকারে প্রতিবেশিরা ছুটে আসেন। তাঁরাই রক্তাক্ত নবাবকে হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁকে পরীক্ষা করার পর চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। যে ব্যক্তি নবাবকে গুলি করে চম্পট দেয় তাকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে তাকে হন্যে হয়ে খুঁজছে তারা। ঘটনাটি ঘটেছে বিহারের সিওয়ান জেলার পুরানি কালী পোখরা এলাকায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা