ভোটারদের ঘরে ঘরে ফুলন দেবীর মূর্তি পৌঁছে দেবেন ভিআইপি সদস্যরা
ভোটারদের ঘরে ঘরে এবার পৌঁছে যাবে ডাকাতরানি ফুলন দেবীর মূর্তি। এটাই হল তাদের নির্বাচনী কৌশল। এটা আবার ভোটারদের ঘরে পৌঁছে দেবেন ভিআইপি সদস্যরা।
ভারতে ডাকাতরানি ফুলন দেবীর কাহিনি এখন একটা রূপকথায় পরিণত হয়েছে। গ্রামের সাধারণ মেয়ে থেকে তাঁর ডাকাতরানি হয়ে ওঠা এবং তারপর পরবর্তী সময়ে অস্ত্র ত্যাগ করে জীবনের মূল স্রোতে ফিরে তাঁর রাজনৈতিক জীবন। সবই যেন সিনেমার মত।
ফুলন দেবী যখন সাংসদ হন তখন তিনি বারবার উত্তরপ্রদেশের নিষাদ জনজাতির জন্য সওয়াল করেছেন। নিষাদদের জন্য কোটা তৈরির দাবিও তোলেন তিনি।
এবার সেই নিষাদ ভোট ব্যাঙ্ককে সামনে রেখেই সবে রাজনীতির ময়দানে পা রাখা দল বিকাশশীল ইনসান পার্টি নির্বাচনের লড়াই লড়তে চায়। আগামী বছর উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনে প্রথমবারের জন্য প্রতিযোগিতা করতে চলেছে দলটি।
বিকাশশীল ইনসান পার্টি বা ভিআইপি জানিয়েছে, তারা উত্তরপ্রদেশের ১৬৯টি কেন্দ্র থেকে প্রতিযোগিতা করার পরিকল্পনা করছে। তারা সেসব জায়গা বেছে নিচ্ছে যেখানে নিষাদ ভোট ব্যাঙ্ক রয়েছে।
নিষাদদের জন্য আওয়াজ তোলা ফুলন দেবীকে নিষাদরা এখনও সম্মান করেন। সেটাই এবার কাজে লাগাতে চাইছে ভিআইপি। গত অক্টোবরেই ১৩টি জায়গায় জন চেতনা যাত্রা করেছে নতুন দলটি। তারা ফুলন দেবীকে বীরাঙ্গনা হিসাবেও সামনে আনতে শুরু করেছে।
ভিআইপি কর্মীরা ভোটের আগে তারা যে যে কেন্দ্র থেকে প্রতিযোগিতা করবে সেখানে প্রতিটি ঘরে ফুলন দেবীর মূর্তি পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
প্রসঙ্গত ২০১৮ সালে জন্ম নেওয়া বিকাশশীল ইনসান পার্টি গত ২৫ জুলাই ফুলন দেবীর মৃত্যুবার্ষিকীতে ১৮টি জায়গায় তাঁর ১৮ ফুটের মূর্তি বসাতে চেয়েছিল। কিন্তু তা নাকচ করে দেয় ক্ষমতাসীন যোগী আদিত্যনাথ সরকার। তারপর এবার ভোটারদের ঘরে ঘরে ফুলন দেবীর মূর্তি পৌঁছনোর উদ্যোগ নিল ভিআইপি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা