কুকুরের সঙ্গে কুকীর্তি, উচিত শিক্ষা দিল গরু
এক কুকুরকে যন্ত্রণা দেওয়ায় শাস্তি পেল এক ব্যক্তি। তবে মানুষ তাকে শাস্তি দেয়নি। দিয়েছে এক গরু। সে সহ্য করতে পারেনি কুকুরের যন্ত্ৰণা।
কুকুরের সঙ্গে গরুর খুব সখ্যতা বা শত্রুতা আছে এমনটা কেউ শোনেনি। তবে একটি কুকুরের যন্ত্রণায় যে একটি গরুর প্রাণ কাঁদে তা হাতেনাতে প্রমাণ হয়ে গেল। বিশেষত তখন যখন মানুষ দাঁড়িয়ে দেখে এক কুকুর যন্ত্রণায় গোঙাচ্ছে এবং তারা নির্বিকার থাকে।
একটি ভিডিওতে দেখা গেছে একটি কুকুরের কান ধরে এক ব্যক্তি টেনে তুলছে। কুকুরের ২টি কানই তার ২ হাতে ধরা। কান ধরে টেনে উপরে তোলা হচ্ছে কুকুরটিকে। শুধু তাই নয়, কুকুরের মাথার ২ ধারে চাপও দিচ্ছে এই ব্যক্তি। যা কুকুরটিকে যন্ত্রণা দিচ্ছে।
কুকুরটি গোঙাচ্ছে। ছাড়া পেতে ছাইছে। কিন্তু ওই ব্যক্তি ওই ভাবেই তাকে ধরে রেখেছে। চারপাশে দাঁড়িয়ে অন্য লোকজন কুকুরটির ওপর এমন অত্যাচার হতে দেখেও চুপ করে দাঁড়িয়ে আছেন।
এই অবস্থায় আচমকা একটি গরু ছুটে আসে লোকটির দিকে। গরু তেড়ে আসতেই বেগতিক বুঝে কুকুরটিকে ছেড়ে দেয় ওই ব্যক্তি। কিন্তু গরুও নাছোড়। সে ধাক্কা মেরে লোকটিকে রাস্তায় ফেলে দেয়।
তারপর তাকে শিং আর মাথা দিয়ে ধাক্কা দিতে থাকে। যাতে কুকুরটি এই ফাঁকে পালিয়ে যেতে পারে। কুকুরটির কষ্টে গরুটির প্রাণ কাঁদা ও তার প্রতিবাদ প্রতিরোধ সকলের মন জয় করেছে।
এদিকে পশু সুরক্ষায় কাজ করে চলা পেটা-র ভারতীয় শাখার তরফে ৫০ হাজার টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে। যে ওই কুকুরকে অত্যাচার করা ব্যক্তির পরিচয় জানাতে পারবেন তাঁকে ৫০ হাজার টাকা দেওয়া হবে এবং তাঁর পরিচয় গোপন রাখা হবে বলে জানিয়েছে পেটা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা