১২৫ বছর বয়সে দ্বিতীয় টিকা নিলেন স্বামী শিবানন্দ
তাঁর আধার কার্ডে জন্ম তারিখ দেখলে যে কেউ চোখ কচলে ঠিক দেখছেন কিনা দেখে নেবেন। ১২৫ বছর বয়সে তিনি নিলেন করোনা প্রতিষেধক টিকার দ্বিতীয় ডোজ।
করোনা প্রতিষেধক টিকার ২টি ডোজ সম্পূর্ণ করলেন তিনি। চেয়ারে বসে থাকা মানুষটিকে দেখলে বৃদ্ধ মনে হতেই পারে, তবে ১২৫ বছর বয়স বলে বিশ্বাস করা কঠিন।
১২৫ বছর বয়সে এত সুস্থ থাকা অনেককেই হতবাক করে দিতে পারে। তাঁর আধার কার্ডে জন্ম সাল কিন্তু ১৮৯৬ খ্রিস্টাব্দ। তিনি নিলেন করোনা টিকার দ্বিতীয় ডোজ। তাও সফলভাবে।
দার্শনিক স্বামী শিবানন্দ এখন থাকেন কাশীতে। বহু বছর ধরে সেখানেই রয়েছেন তিনি। তবে জন্মসূত্রে তিনি পশ্চিমবঙ্গের শ্রীহট্টের বাসিন্দা। প্রথম জীবন কেটেছে এই বাংলাতেই।
১২৫ বছর বয়সে এখনও একাই থাকেন তিনি। তাঁর দেখভালে যিনি আছেন তিনি দাবি করেছেন স্বামী শিবানন্দ এই বয়সেও সুস্থ। তাঁর শরীরে কোনও রোগ বাসা বাঁধেনি। কীভাবে সম্ভব ১২৫ বছর বয়সেও এতটা সুস্থ থাকা?
এর পিছনে রয়েছে ২টি কারণ। একটি হল প্রাত্যহিক যোগাভ্যাস। যা তিনি এখনও নিয়মিত করে থাকেন। অন্য কারণটি হল খাওয়া। তিনি কোনও মশলা বা তেল দেওয়া খাবার খান না।
প্রত্যেকদিন নিয়ম করে খাওয়াদাওয়া করেন। আর এভাবেই ১২৫ বছর বয়সেও নিজেকে নীরোগ রেখেছেন স্বামী শিবানন্দ। ভারতে তিনিই হলেও করোনা প্রতিষেধক টিকা সম্পূর্ণ করা সবচেয়ে বয়স্ক মানুষ। যিনি এই বয়সেও টিকাকরণ কেন্দ্রে গিয়ে টিকা নিলেন।
স্বামী শিবানন্দ করোনার প্রথম ডোজটি নিয়েছিলেন গত ৯ জুন। গত ৪০ বছর ধরে তিনি কাশীর কবির নগর কলোনির বাসিন্দা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা