ট্রায়াল রুমে লুকিয়ে মহিলার ছবি তোলার সময় হাতেনাতে পাকড়াও যুবক
পোশাকের দোকানে ট্রায়াল রুম থাকে। সেখানে অনেকেই দেখে নেন যে পোশাক কিনবেন তা তাঁর হচ্ছে কিনা। সেখানেই মহিলাদের লুকিয়ে ছবি তোলার সময় পাকড়াও হল যুবক।
নামকরা মলের এক পোশাকের দোকান। সেখানে সারাদিনে অনেক মহিলাই আসেন পোশাক কিনতে। পছন্দ হলে তা ট্রায়াল রুমে গিয়ে পরে দেখেন ঠিকঠাক ফিট হচ্ছে কিনা। ফলে তাঁদের পরনের পোশাক ছেড়েই নতুন পোশাক পরে দেখতে হয়। এজন্যই দোকানে থাকে ট্রায়াল রুম। যা চারিদিক থেকে ঘেরা।
সেখানেই এক মহিলা পোশাক বদলে নতুন পোশাক পরে দেখছিলেন। এমন সময় তাঁর সন্দেহ হয় কেউ উপর থেকে তাঁর ছবি তুলছে। চমকে উপরের দিকে তাকান তিনি। দেখেন তিনি যে ট্রায়াল রুমে রয়েছেন তার উপরটা ফাঁকা।
সেখানেই এক যুবক উঁকি দিয়ে তাঁর পোশাক বদলের ছবি ক্যামেরাবন্দি করছে। চিৎকার করে ওঠেন তিনি। মহিলার চিৎকার শুনে দোকানের লোকজন ছুটে আসেন। তাঁদের হাতে ধরা পড়ে যায় ওই যুবক।
ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের অন্যতম বর্ধিষ্ণু এলাকা জুবিলি হিলসের এইচ অ্যান্ড এম শপিং মলের একটি দোকানে। পুলিশ ওই যুবককে গ্রেফতার করে।
জানা যায় ওই যুবক ক্রেতা সেজে দোকানে ঢোকে। তারপর ওই মহিলা যে ট্রায়াল রুমে ছিলেন তার ঠিক পাশেরটায় ঢোকে। এবার সেই ট্রায়াল রুমের দেওয়ালের ওপর দিয়ে পাশের ট্রায়াল রুমে মহিলার ছবি তুলতে থাকে।
এই ঘটনায় দোকান মালিকও অসাবধানতার পরিচয় দিয়েছেন এই অভিযোগে তাঁকেও গ্রেফতার করেছে পুলিশ। যুবকের মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিশ মোবাইল ফোনটি ঘেঁটে দেখছে ওই যুবক এই মহিলার ছবিই তুলেছে, নাকি এর আগেও ওই অবস্থায় থাকা মহিলাদের ছবি সে ক্যামেরাবন্দি করেছিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা