বছরে ৩৮ মিলিয়ন ডলার রোজগার করে ২০১৭ সালের ফোর্বস পত্রিকার সর্বাধিক পারিশ্রমিক প্রাপক অভিনেতাদের তালিকায় ভারতের মধ্যে শীর্ষস্থান পেলেন শাহরুখ খান। ১০০ জনের তালিকায় তাঁর স্থান ৬৫ নম্বরে। ভারতের দ্বিতীয় সর্বাধিক পারিশ্রমিক প্রাপক অভিনেতা সলমন খান। বাৎসরিক ৩৭ মিলিয়ন ডলার রোজগার করে বিশ্বে ৭১ নম্বরে রয়েছেন সলমন। তৃতীয় স্থানে অক্ষয় কুমার। তাঁর রোজগার বছরে সাড়ে ৩৫ মিলিয়ন ডলার। ভারতের মধ্যে স্থান তৃতীয়। বিশ্বতালিকায় স্থান ৮০ নম্বরে।
ফোর্বসের এই তালিকায় বিশ্বের সর্বাধিক পারিশ্রমিক পাওয়া শিল্পী গায়ক ও সংগীত প্রযোজক সিন জন কম্বস, যিনি ডিড্ডি নামেই অধিক পরিচিত। তাঁর বাৎসরিক আয় ১৩০ মিলিয়ন ডলার।