অনলাইনে অর্ডার পাসপোর্ট কভার, সঙ্গে এল আস্ত পাসপোর্টও
নিজের পাসপোর্টটা রাখার জন্য একটি পাসপোর্ট পাউচ অনলাইনে অর্ডার করেছিলেন এক ব্যক্তি। পাউচ এল ঠিকই, সঙ্গে এল একটি আস্ত পাসপোর্টও।
পাসপোর্ট পাউচে রাখলে ভাল থাকে। সেই ভেবে একটা পাসপোর্ট পাউচ পছন্দ করে একটি ই-কমার্স সাইটে অর্ডার করেছিলেন এক ব্যক্তি। গত ৩০ অক্টোবর অর্ডার করেন তিনি। পাসপোর্ট পাউচ ডেলিভারি হয় ১ নভেম্বর।
পাউচটি আসতে তিনি বাক্স খুলে সেটি দেখতে যান। পাউচটি বার করার পর তিনি দেখেন তার মধ্যে একটি পাসপোর্টও রয়েছে। প্রথমে তাঁর মনে হয় পাউচটি পাসপোর্ট ঢোকালে কেমন লাগবে বা পাসপোর্ট পাউচটি যাতে ভাল থাকে সেজন্য একটি পাসপোর্টের মত দেখতে নকল পাসপোর্ট ভরে দেওয়া হয়েছে।
কিন্তু পাউচের সঙ্গে আসা পাসপোর্টটি ভাল করে দেখার পর তিনি হতবাক হয়ে যান। দেখেন যে কেরালার ত্রিচূড়ের এক ব্যক্তির পাসপোর্ট সেটি।
দেরি না করে কেরালার ওয়ানাডের বাসিন্দা মিঠুন বাবু ই-কমার্স সাইটটির সঙ্গে যোগাযোগ করেন। সব শুনে তারা জানায় এটা ঠিক হয়নি। এমন যাতে না হয় সেদিকে নজর রাখবে তারা। কিন্তু পাসপোর্টটি আসল লোকের কাছে ফেরত দেওয়ার কি হবে? সে বিষয়ে কিছু জানায়নি তারা।
অগত্যা নিজেই উদ্যোগ নিয়ে ত্রিচূড়ের ওই ব্যক্তি মহম্মদ সিয়াজকে ফোন করেন মিঠুন বাবু। সিয়াজ জানান, তিনি এর আগে পাউচ অর্ডার দিয়েছিলেন। কিন্তু সেটি আসার পর পাসপোর্ট ঢুকিয়ে দেখে তাঁর পাউচটি পছন্দ হয়নি। তাই তা ফেরত দিয়ে দেন।
সেসময় ভুলবশত তাঁর পাসপোর্টটি পাউচের মধ্যেই থেকে যায়। এরপর ই-কমার্স সাইটটিকে বারবার বিষয়টি নিয়ে তদ্বির করলেও তারা কোনও পদক্ষেপ করেনি। অথচ সেই পাসপোর্ট ভরা পাউচ পৌঁছে যায় মিঠুন বাবুর কাছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা