হাসপাতালের আইসিইউতে আগুন, মৃত্যু ১০ করোনা রোগীর
হাসপাতালের আইসিইউতে আগুন লেগে মৃত্যু হল ১০ জন করোনা রোগীর। সেখানে তখন ১৭ জন রোগী ভর্তি ছিলেন। বাকিদের দ্রুত সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
শনিবার তখন বেলা ১১টা। পশ্চিমবঙ্গ মেতে ভাইফোঁটায়। মহারাষ্ট্রে ভাইফোঁটাকে বলা হয় ভাইদুজ। তার উদযাপন চলছে জোরকদমে। তখনই উৎসবের আবহে ছেদ টেনে মহারাষ্ট্রের আহমেদনগরের একটি হাসপাতালের আইসিইউতে আগুন লেগে যায়।
সেখানে ১৭ জন করোনা রোগী ভর্তি ছিলেন। দ্রুত আগুন ছড়াতে থাকে। সেই আগুনে ১০ জন করোনা রোগীর দমবন্ধ হয়ে আসে।
একেই করোনায় শ্বাসকষ্ট একটা বড় চিন্তার কারণ। আর আগুনের কালো ধোঁয়া সেটাই বাড়িয়ে দেয়। ১০ জন করোনা রোগীকে বাঁচানো সম্ভব হয়নি আগুনের গ্রাস থেকে। তবে বাকি ৭ জনকে বার করে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
স্থানীয় প্রশাসন জানাচ্ছে ওই হাসপাতালের অগ্নিনির্বাপণ ব্যবস্থা আগেই খতিয়ে দেখা হয়েছিল। তা ঠিকঠাক ছিল। হাসপাতালটিতে এই আইসিইউটি নতুন করে তৈরি করা হয়েছে।
করোনা ছড়ানোর পর করোনা রোগীদের কথা মাথায় রেখেই এই নতুন আইসিইউ তৈরি হয়েছিল। সেখানে করোনা রোগীদেরই চিকিৎসা হত।
দমকল ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ এখনও অজানা। দমকলের প্রাথমিক অনুমান শর্টসার্কিটের ফলেই এই ঘটনা ঘটেছে। তবে সঠিক কারণ তদন্তের পরই জানা যাবে।
এই ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা ব্যক্ত করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। এই ঘটনার জন্য যারা দায়ী তাদের কঠোর সাজার দাবি করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা