জেলে দাপিয়ে বেড়াচ্ছে বন্দিরা, উল্টে বন্দি জেল আধিকারিকরাই
এ যাকে বলে উলট পুরাণ! জেলে জেল আধিকারিকদের কড়া নজরদারিতে থাকে বন্দিরা। রবিবার ঠিক উল্টো হল ফতেহগড় সেন্ট্রাল জেলে। বন্দিরাই খোলা ঘুরছে, আটক রয়েছেন আধিকারিকরা।
এমন কাণ্ড কে দেখেছে! দেশের প্রতিটি জেলেই বন্দিরা গারদের পিছনে আটক থাকে। তাদের কড়া শাসন ও নজরদারিতে রাখেন জেল আধিকারিকরা। কিন্তু রবিবার ঠিক উল্টো হল ফতেহগড় সেন্ট্রাল জেলে।
সেখানে বন্দিরা দখল নিল জেলের। দাপিয়ে বেড়াল চারধার। আর তাদের হাতে বন্দি হলেন জেলের ২ ডেপুটি জেলার। পুরো জেল চত্বর জুড়ে বন্দিরা ব্যাপক তাণ্ডব চালায় এদিন।
ঘটনার সূত্রপাত এক বিচারাধীন বন্দির মৃত্যুকে কেন্দ্র করে। সন্দীপ কুমার নামে এক বিচারাধীন বন্দি অসুস্থ হয়ে পড়ায় তার চিকিৎসা হয়। কিন্তু তাকে বাঁচানো যায়নি।
বন্দিদের দাবি, সময়মত সন্দীপ কুমারের চিকিৎসা করা হয়নি। চিকিৎসাতেও ভুল ছিল। তার জেরেই রবিবার সকালে জেলে তাণ্ডব শুরু করে বন্দিরা।
বন্দিরা এককাট্টা হয়ে জেলে তাণ্ডব শুরু করে। শুরু হয় পাথর বর্ষণ। জেলের একটা অংশে আগুন লাগিয়ে দেয় বন্দিরা। জেলের আধিকারিক ও কর্মীদের আক্রমণ করে তারা।
২ ডেপুটি জেলার অখিলেশ কুমার ও শৈলেশ কুমারকে বন্দি করে ফেলে বন্দিরাই। বন্দিদের তাণ্ডব রুখতে পুলিশ কাঁদানে গ্যাস ছোঁড়ে। কিন্তু কাঁদানে গ্যাসে ছত্রভঙ্গ করা যায়নি তাদের। ফলে সে চেষ্টা ব্যর্থ হয়।
বন্দিদের হাত থেকে জেল পুনরুদ্ধার করতে বিশাল ফোর্স আনা হয়। কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় উত্তরপ্রদেশের ফারুখাবাদের ফতেহগড় সেন্ট্রাল জেল। বন্দিদের নিয়ন্ত্রণ করতে হিমসিম খেতে হয় বিশাল পুলিশ ফোর্সকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা