National

যাত্রীদের খেতে নামিয়ে জিনিসপত্র সমেত বাস নিয়ে পালাল বাসচালক

রাতে এক জায়গায় যাত্রীদের খেতে নামিয়ে বাস নিয়ে চম্পট দিল বাসচালক। বাসে রয়ে গেল যাত্রীদের যাবতীয় জিনিসপত্র। মাথায় হাত যাত্রীদের।

পশ্চিমবঙ্গ সহ আশপাশের রাজ্যগুলির অনেক মানুষ ছিলেন বাসে। সেই কেরালা থেকে বাসটি যাচ্ছিল অসম। বিশাল দূরত্ব অতিক্রম করা। একদিনের কাজও নয়। ফলে রাতে হোটেলে বা অন্য সময় খাবার দোকানে বারবার দাঁড়াচ্ছিল বাসটি।

একটি বেসরকারি সংস্থার কাছ থেকে বাসটি ভাড়া করে পরিবার নিয়ে নিজের নিজের বাড়ি ফিরছিলেন কেরালায় কর্মরত নেপাল, পশ্চিমবঙ্গ, অসম, বিহার, ওড়িশার বাসিন্দারা। বাসটি কেরালা থেকে ভালই এগোচ্ছিল।


বাসের চালক ও খালাসির সঙ্গেও আলাপ জমে গিয়েছিল সকলের। এভাবে বাসটি গত শুক্রবার এসে থামে তেলেঙ্গানার নালগোণ্ডা জেলার নারকেটপল্লি এলাকায়। তখন রাত ১১টা বাজে।

চালক ও খালাসি বাসের ৬৪ জন যাত্রীকে বাস থেকে নামিয়ে দেয় একটি হোটেলের সামনে। তাঁদের সকলকে রাতের খাবার খেয়ে নিতে বলে।


এও জানায় যে যাত্রীরা যতক্ষণে খাওয়া শেষ করবেন তারমধ্যেই তারা বাসের একটি টায়ার বদলে ফিরে আসবে। একটি টায়ারে সমস্যা থাকায় বাস চালাতে সমস্যা হচ্ছে। যাত্রীরা সকলে সেইমত রাতের খাবার খেতে বসে যান। বাস নিয়ে চালক ও খালাসি চলে যায় টায়ার বদল করতে।

এরপর দীর্ঘ সময় কেটে গেলেও বাসের দেখা পাওয়া যায়নি। এদিকে বাসের মধ্যে রয়ে গেছে তাঁদের যাবতীয় জিনিসপত্র। অনেকের টাকাকড়ি, গয়নাগাটিও তাঁদের ব্যাগে রয়ে গেছে বাসে।

বাসচালক ও খালাসিকে ফোন করেও পাওয়া না গেলে রাতে স্থানীয় থানায় অভিযোগ করেন যাত্রীরা। ঘটনা জানার পর পুলিশ তদন্তে নামে।

স্থানীয় বিধায়ক পরিবারগুলিকে রাতে থাকার বন্দোবস্তও করে দেন। এখন নিজেদের জিনিস ঠিকঠাক ফেরত পাওয়ার আশায় দিন গুনছেন সকলে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button